মহারাজকে বিশ্বকাপে বড় দায়িত্ব দিতে উদ্যোগী দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

আসন্ন ২০২৩ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ সম্পূর্ণ সূচি মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের মাঠে মোট পাঁচটি ম্য়াচ আয়োজন করা হয়েছে। চারটে লিগ পর্যায়ের ম্যাচ এবং একটি সেমিফাইনাল ম্যাচ। এই প্রতিটা ম্যাচই সফলভাবে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, প্রতিটা ম্যাচই জমকালোভাবে আয়োজন করা হবে।

cbcbcbbcb

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আনন্দ সহকারে বলেন,”১৯৯৬ সালের পর ফের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজিত হবে ইডেনে। সঙ্গে আরও চার ম্যাচ। এর চেয়ে খুশির খবর হয় নাকি!”

তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর ভাই সৌরভ গঙ্গোপাধ্যাকে, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ণধারদের সঙ্গে যুক্তির লড়াইয়ে জিতে যিওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল-সহ পাঁচ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিনিয়ে এনেছেন। আর তারপরই ভাইয়ের জন্য গুরুদায়িত্ব ভেবে ফেলেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Icc-odi-World-cup-2023-semi-final-will-take-place-and-wankhede-stadium-and-eden-gardens-Kolkata

জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন। ক্রিকেট প্রশাসনে আপাতত নেই সৌরভ। তাঁর এখন ‘কুলিং অফ’ পিরিয়ড চলছে। কিন্তু কতটা খুশি সৌরভ? জানা গিয়েছে, তিনি খবরটা শুনে ভীষণ খুশি। দেশে ফিরে তিনি নিজেও আয়োজনের কাজে নেমে পড়বেন।

স্নেহাশিস জানিয়েছেন, 'বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করা হবে। সিএবি সংবিধানে হয়তো এইরকম কমিটির উল্লেখ নেই। কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হবে। আয়োজক কমিটিতে মহারাজকে রাখার ভাবনা রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমরা। খুব শীঘ্রই অ্যাপেক্স কমিটির বৈঠক ডাকব। সেখানেই সব চূড়ান্ত করে ফেলা হবে।'

মঙ্গলবারের সেই আনন্দের দিনে সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার কথাও শোনা গেল স্নেহাশিসের মুখে। তিনি বলেছিলেন, 'অভিষেক ও আমি মিলে ২০২২ সাল থেকে ইডেনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলাম। বিশ্বকাপের বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে যে ঝাঁপাব, আর আমাদের অস্ত্র হবে ঐতিহ্য ও আধুনিক পরিকাঠামো, আগেই ঠিক করে রেখেছিলাম। সেই মতোই এগিয়েছি।'

বিসিসিআই বোর্ড ও আইসিসি-র প্রতিনিধি দল ইডেন পর্যবেক্ষণে আসবে ১৭ জুলাইয়ের পর। তার আগে এখন স্টেডিয়াম সংস্কারের কাজে চলছে জোর কদমে।

বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ভরসা করছে ম্যাচের দায়িত্বে দাদা-ভাইয়ের যুগলবন্দিতেই বিশ্বকাপে বাইশ গজে ক্রিকেটারেরা এক অতুলনীয় পার্টনারশিপ গড়বেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...