হিন্দি টেলিছবিতে দেখা গিয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে

বাংলা সিনেমায় তিনি অপু, ফেলুদা, ময়ূরবাহনের মতো অজস্র আইকনিক চরিত্রে তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত চরিত্ররা সিনেমার ছাত্র আর দর্শক উভয়ের কাছেই অভিধানের মতো। আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেও হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক। ভাষার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক হয়ে উঠেছিল বাংলা ছবি। বাংলার পাশাপাশি একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পরিসরে নিজস্ব অভিনয় ধারার ছাপ রেখেছিলেন।

মির্চা এলিয়াদের লেখা ‘লা নুই বেঙ্গলি’  অবলম্বনে ফরাসি পরিচালক নিকোলাস ক্লটস পরিকল্পনা করেন ‘দ্য বেঙ্গলি নাইট’ ছবিটির। ১৯৮৮ সালে সেই ছবির শুটিং হয় দক্ষিণ ২৪ পরগণা জেলার ধান্যকুড়িয়া গ্রামে। ছবিতে শাবানা আজমি, সুপ্রিয়া পাঠকের সঙ্গে অন্যতম ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

বাংলা ছবির দুনিয়া ছিল সৌমিত্রর সাম্রাজ্য, কিন্তু বেশ কয়েকবার পা রেখেছিলেন হিন্দি ছবির দুনিয়ায়। দুটি হিন্দি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।  ১৯৮৬ সালে বিজয় চট্টোপাধ্যায়ের ‘নিরুপমা’  টেলিছবিতে তাঁর প্রথম হিন্দি অভিযান। ২০০২ সালে প্রশান্ত বলের ছবি ‘হিন্দুস্তানি সিপাহী’ দেখা গিয়েছিল তাঁকে। এ রবীন্দ্রনাথের ‘দেনা পাওনা’ অবলম্বনে তৈরী হয়েছিল ‘নিরুপমা’। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কেও দেখা গিয়েছিল ছবিতে।’র চিত্রনাট্য করা হয়েছিল উৎপল দত্তের ‘ফেরারি ফৌজ’ অবলম্বনে ‘হিন্দুস্তানি সিপাহী। সেই ছবির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা  ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

একটি হিন্দি টেলিছবি তিনি পরিচালনায়ও করেন। ১৯৮৬তে তৈরী, নাম ‘স্ত্রী কা পত্র’।  রবীন্দ্র কাহিনি অবলম্বনে তৈরী ছবিতে মুখ্য চরিত্র মৃণালের ভূমিকায় দেখা গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়কে।

১৯৭১-এ হৃষীকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবিতে ডাঃ ভাস্কর ব্যানার্জীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। কিন্তু ডেটের সমস্যা হওয়ায় সেই ছবি আর করা হয়নি। তার জন্য অবশ্য কোনও আক্ষেপ ছিল না তাঁর।

১৯৮১তে শ্যাম বেনেগাল ‘কলিযুগ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। মহাভারতের আধুনিক রূপান্তর। প্রযোজক শশী কাপুর। শশী স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয়ের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু জীবনের প্রথম হিন্দি ছবির জন্য এই চরিত্র আদর্শ নয় বলে রাজী হননি। পরে সেই ভূমিকায় দেখা গিয়েছিল রাজ বব্বরকে।

২০১৬তে আরও একটি হিন্দি ছবিতে ‘না’ বলেছিলেন তিনি। ছবির নাম ‘পিঙ্ক’। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...