গরম থেকে বাঁচতেই সকলের জন্য সোনি নিয়ে এল পকেট এসি!

এই হাঁসফাঁসে তীব্র গরমে সবাই নাজেহাল। বাইরে থেকে এসি ঘরে ঢুকলেই মনেই হচ্ছে আর বেরোই!  কিন্তু বাইরে তো বেরোতেই হচ্ছে সকলকে। মাঝে-মাঝে অনেকেরই মনে হয়, যদি এই এসিটাকে পকেটে নিয়ে ঘুরতে পারতাম। তাই তো? তবে, এটা কোনওমতেই সম্ভব নয়।

তবে, আমজনতার জন্য সেটাকেই সম্ভব করে তুলেছে সোনি কোম্পানি।

বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলছি।

জানা গিয়েছে এই গরম থেকে বাঁচতে এক দারুন পকেট সাইজ এসি নিয়ে এল সোনি। তবে সেই এসি আপনি মোটেই পকেটে রাখার নয়। আবার এটি কোনও TWS ইয়ারবাডও না। তাহলে এটা আসলে কী? কোথায় রাখতে হয়? জামার পেছনে ঘাড়ে লাগাতে হবে এই পকেট এসি। আর লাগিয়ে দিলেই ঠান্ডা বাতাস ছড়াতেই পুরো ঠান্ডা হয়ে যাবে গোটা শরীর।

এই ছোট্ট পকেট এয়ার কন্ডিশনারের নাম দেওয়া হয়েছে সোনি রিয়ন পকেট ৫। এটি হল পরিধানযোগ্য ফ্যানের অন্যতম বিকল্প এবং এটার কার্যকারীতা অনেক বেশি। এমনটাই জানিয়েছে সোনি সংস্থা। 

কী সুবিধা এবং কী ফিচার্স রয়েছে এই পকেট এসির? জামার পিছনদিকে লাগাতে হবে। এটিতে সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে। এছাড়া বেশ কয়েকটি সেন্সর ফিচার রয়েছে। যেমন তাপমাত্রা, আর্দ্রতা, এবং মোশন। এর ফলে, সর্বোচ্চ আরাম দেওয়া হয় পুরো শরীরে।

তবে, এই এসির বিশেষত্ব হল যে এটি কুলিং এবং হিটিং দুটি কাজই করতে পারে। অর্থাৎ গরমকালের পাশাপাশি এই এসিটিকে আপনি শীতকালেও ব্যবহার করতে পারবেন।

আরও জানা গিয়েছে যে এই পকেট এসিতে রয়েছে ৫টি কুলিং লেভেল। আপনি আপনার ইচ্ছে মতো কুলিং লেভেল সেট করতে পারবেন। এছাড়া এই রিওন পকেট ট্যাগও এই ডিভাইসের সঙ্গে সাপোর্ট করে যা রিমোট সেন্সর হিসাবে কাজ করে। ফলে, আপনার চাহিদা মতন এটি কুলিং দিতে পারবে।

এছাড়া এই ডিভাইসের জন্য একটি ‘রিওন’ নামের অ্যাপও এনেছে সোনি। আইওএস হোক কিংবা অ্যান্ড্রয়েড, দুই ফোনেই সাপোর্ট করে এই অ্যাপ। ব্লুটুথের মাধ্যমে আপনাকে কানেক্ট করতে হবে এই পকেট এসিকে। অ্যাটাচ করলেও কুলিং বা হিটিং শুরু। তবে এটিতে স্টার্ট/স্টপ বাটন রয়েছে, যা দিয়ে ইচ্ছা মতো এসি অন/অফ করতে পারবেন আপনি।

এই এসি কিন্তু নতুন নয়। এর আগে এই ডিভাইসের ৪টে সংস্করণ লঞ্চ করেছে। ফলে, এটি হল পঞ্চম সংস্করণ। ২০১৯ সালে প্রথম লঞ্চ করেছিল এই এসিটি।

কীভাবে কিনতে পারবেন এই পকেট এসি?

নতুন এই পকেট এসি লঞ্চ হয়ে গিয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই মিলবে এই এসি। তবে, বর্তমানে সব দেশ এই এসি কিনতে পারবেন না। নির্দিষ্ট কিছু দেশেই উপলব্ধ রয়েছে এই পকেট এসি। তার মধ্যেই রয়েছে আমাদের ভারত। দেশে কবে লঞ্চ হবে, এখনও কিছুই জানায়নি সোনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...