‘আদিত্য’ পাড়ি দেবে এবার সূর্যের ঠিকানায়।

চাঁদ মামার পর ইসরো-র লক্ষ্য হল সূয্যি মামা। ২৩ আগস্ট চন্দ্রযান-৩ সাফল্যের পরদিন তাদের পরবর্তী অভিযান সম্বন্ধে আশ্চর্যজনক তথ্য প্রকাশ্যে আনলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। চাঁদে পা রেখেছে বিক্রম ল্যান্ডার। তার গর্ভ থেকে বেরিয়ে এসে কাজ করছে প্রজ্ঞান রোভার। প্রধান রোভারের ৬ টি পা চাঁদের বুকে ছাপ ফেলে যাচ্ছে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগোর। এই ঐতিহাসিক সাফল্যের আবহের মধ্যেই ইসরোর প্রধান এদিন জানিয়ে দিয়েছেন তাদের প্রথম সৌর মিশন সেপ্টেম্বর মাসেই লঞ্চ করার জন্য প্রস্তুত করার পরিকল্পনা করা হবে। প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘আদিত্য’। সূর্যের নানান নামের মধ্যেই এই আদিত্য নামকেই বেছে নেওয়া হয়েছে স্পেস মিশনের জন্য।

processed-0d9221d8-aef8-4999-8d79-c314e2b8076b_TaSjj4uQ

৪০ দিনের যাত্রা শেষ করে বুধবারের সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করে বিক্রম ল্যান্ডার। সার্বিকভাবে দেখতে গেলে চন্দ্র অভিযানের নিরিখে ভারত হল চতুর্থ দেশ। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে প্রথম পা রেখেছে ভারতই।

সূর্যে পাড়ি দেবার প্রসঙ্গে এস সোমনাথের কথায় জানা যায়, “ মিশন আদিত্যকে প্রস্তুত করা হচ্ছে সেপ্টেম্বরে লঞ্চ করার জন্য।“  ইসরোর প্রথম ম্যানড মিশন বা মহাকাশচারীদের নিয়ে অভিযানের নাম ‘গগনযান’। তার কাজও চলছে সমান ভাবে। ইসরোর প্রধান জানিয়েছেন 2025 সাল নাগাদ মহাকাশে পাড়ি দেবে ‘গগনযান’। অভিযানের প্রাথমিক ধাপ সম্পর্কে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শেষেই জানানো হবে ইসরো-র পক্ষ থেকে।

আপাতত চাঁদের পা রাখার সাফল্য এখন উপভোগ করছেন সোমনাথ এবং তার টিম। দেশের নানান প্রান্ত থেকে তার কাছে আসছে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা। তিনি বলেছেন যে এই অনুভূতিতে মিশে ছিল আনন্দ স্বীকৃতির পাশাপাশি প্রত্যেক বিজ্ঞানীর প্রতি তার কৃতজ্ঞতা। প্রত্যেক বিজ্ঞানীর অবদানের  প্রশংসা করেছেন তিনি ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...