সাবান দিয়ে রবীন্দ্রনাথ গড়ে নেটপাড়ায় সাড়া ফেললেন শিল্পী চিরঞ্জিত

এক টুকরো লাইফ বয় সাবান। আর তাই দিয়েই রবীন্দ্রনাথ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সাবান দিয়ে গড়া রবীন্দ্রনাথের খুদে মূর্তি। শিল্পীর নাম চিরঞ্জিত মাল। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা।

সাবান দিয়ে রবীন্দ্রনাথ গড়ে ভাইরাল হলেও শিল্পীর আঁকা দেওয়াল চিত্র, প্রতিমা শিল্প, থ্রিডি পেইন্টিংও নজর কাড়ে। রামপুর হাটে তাঁর একটি আর্ট স্কুলও আছে। শিল্পীর প্রদর্শনীও হয়েছে আইসিসিআর-এ।

সাবান কেটে মূর্তি গড়া তাঁর প্রিয় কাজ। রবীন্দ্রমূর্তির কাজটি ভাইরাল হলেও আরও একাধিক চোখ টেনে নেওয়া কাজ তিনি করেছেন।

২০২২ এর জুন মাসে প্রথম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর পোস্ট। কবি গুরুর ছোট্ট মূর্তি দেখে চমকে যান নেটিজেনরা। নিখুঁত কাজ দেখে কে এই শিল্পী জানতে খোঁজ চলে সৌশ্যাল মিডিয়া জুড়ে।

চিরঞ্জিত মাল নেটদুনিয়ায় বেশ চেনা মুখ। ‘চিরঞ্জিত আর্ট’ নামে তাঁর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে। পাশাপাশি তিনি সমাজ সচেতন মানুষও। নিজের ভূমি রামপুর হাট সম্পর্কে তাঁর আবেগ ধরা দেয় তাঁর সামাজিক মাধ্যমেও।

চিরঞ্জিত মালের দেওয়াল চিত্রে তাঁর নিজস্ব শৈলীর ছাপ চোখে পড়ে। রঙের ব্যবহার থেকে রেখা জাত চিনিয়ে দেয় শিল্পীর তুলির মৌলিকত্ব।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...