সিএবির পরবর্তী সচিব কি হতে চলেছেন স্নেহাশিস গাঙ্গুলি। এমনটাই মত ঘুরে বেড়াচ্ছে সিএবির অন্দরমহলে।
পরবর্তী সিএবি প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ডালমিয়ার নাম প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অভিষেক প্রেসিডেন্ট হলে সচিব কে হবেন তা নিয়েই এখন জল্পনা চলছে সিএবির অন্দরমহলে। এই সচিব পদের জন্যই নাম উঠে আসছে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির। স্নেহাশিস গাঙ্গুলি প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে বাংলার হয়ে ৫৯টি ম্যাচ খেলেন। তিনি মোট ২৫৩৪ রান করেন তাঁর পুরো কেরিয়ারে। অনেকদিন ধরেই তিনি সিএবির প্রশাসনিক কাজের সাথে যুক্ত। এই অবস্থায় তাঁর নাম সচিব হিসেবে উঠে এলে তা অবাক করার মত ঘটনা হবে বলে মনে হয় না।
In English

