দুই বাংলার শিল্পীদের নিবেদন ‘স্মৃতি শৈলী’

তিনি আছেন বিশ্ব জুড়ে। তিনিই বন্ধু। তিনিই সখা। তিনি যে রবীন্দ্রনাথ। সুখে-দুখে-প্রেমে-বিচ্ছেদে রবি ঠাকুর আছেন হৃদয় জুড়ে অন্তহীন।

সেই আলোকেই ২২ শ্রাবণ তাঁর প্রয়াণ দিনটি স্মরণ করল দুই বাংলার শিল্পীরা। "স্মৃতি শৈলী" শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের আশিতম প্রয়াণ দিবস পালন করল ‘নান্দনিক মানুষ’ ও ‘আর্য সঙ্গীত একাডেমী’। দুই সংস্থার ইউটিউব ও ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। উক্ত সান্ধ্য অনুষ্ঠানে গানে গানে কবিকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন, বাংলাদেশ ও ভারতবর্ষের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা।

লিলি ইসলামের কণ্ঠে 'মধুর তোমার শেষ যে না পাই'  গানটির দ্বারা অনুষ্ঠানের সাংগীতিক সূচনা হয়। পরবর্তীতে স্বপ্নীল সজীব পরিবেশন করেন, 'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা'। বাংলাদেশের এই দুই গুণী শিল্পীর গানে মোহিত হন দর্শকশ্রোতা।

পাশাপাশি ভারত তথা কলকাতার জনপ্ৰিয় শিল্পী জয়তী চক্রবর্তীর পরিবেশনা 'আজি ঝড়ের রাতে' প্রশংসনীয়। এছাড়া সুছন্দা ঘোষ এর নিবেদনে 'জীবন মরণের সীমানা' অনুষ্ঠানটিতে অন্যমাত্রা যোগ করে। সেই সঙ্গে প্রবুদ্ধ রাহার গাওয়া 'পথে চলে যেতে' দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন চারুলতা প্রামাণিক ও আর্য শাওন ভট্টাচার্য

এটা শেয়ার করতে পারো

...

Loading...