বঙ্গে ফের বাড়ছে পারদ! আবার কবে থেকে গায়ে লাগবে শীতের আমেজ?

ফের শহরে বাড়বে তাপমাত্রা। ৪ জানুয়ারী, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে ফের শহর সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে পারদ। আবহাওয়া দফতরের থেকে জানা গিয়েছে যে আগামী ৩-৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এছাড়া জানা গিয়েছে যে ফের ১০ই জানুয়ারী থেকে আবার জাঁকিয়ে শীত শুরু হবে।  

এই গোটা সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার জন্যই বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তাই দক্ষিণবঙ্গের ৯ জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং- সহ উত্তরবঙ্গ শহরে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সিকিমে ইতিমধ্যে বৃষ্টি ও তুষারপাত চলছে। আর তারই প্রভাব পড়েছে দার্জিলিংয়ে।

whatsapp_image_2022-12-17_at_11.01.15-sixteen_nine_11zon

এদিকে, কলকাতা শহরের রাতের তাপমাত্রা একটু বেড়েছে। জানা গিয়েছে যে আজ থেকে ক্রমশ বাড়বে রাতের তাপমাত্রা এবং এ সপ্তাহেই ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে কলকাতা।

প্রসঙ্গত প্রতিদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে। কিন্তু দিন বাড়তে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাই আগামী সপ্তাহের মাঝামাঝি গায়ে লাগবে শীতের আমেজ।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯৩ শতাংশ। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...