সংগীত শিল্পী সৌমিত্র রায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে।
চোখে ব্যান্ডেজ নিয়েই গান গাইছেন সৌমিত্র। তাঁর গলায় শোনা গেলো ‘কান্দে শুধু মন কেন কান্দেরে…’। তাঁর ফেসবুক পেজ থেকে জানা গেল বেসরকারি একটি হাসপাতালে সদ্য চোখের ক্যাটারাক্ট অস্ত্রোপচার হয়েছে। গান গাওয়ার সময় তাঁর মুখে হাসি এবং হাসপাতালের চিকিৎসকেরাও তাঁর সঙ্গে গলা মেলালেন।
সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে এই গানের ভিডিও, তেমনই অনুরাগীরা সৌমিত্রের স্বাস্থ্যের কথা ভেবে অনেক উপদেশ বা কথা বলেছেন।
তাঁর এই পোস্টে একজন লিখেছেন, ‘চোখের অপারেশন হলে কথা বলাই তো বারণ বেশি, তুমি আবার গান গাইছো দাদা?’ সেই প্রশ্নে সৌমিত্র রায় পাল্টা লিখেছেন, ‘ডাক্তার তো পাশেই ছিল!’ কেউ আবার উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন আপনি ওটিতে কেন? উত্তরে সৌমিত্র রায় জানিয়েছেন যে তাঁর ছানি অপারেশন হয়েছে। কেউ আবার সাবধান করে দিয়ে লিখেছেন, ‘সৌমিত্র বাবু, এই সময়ে যেহেতু আপনার চোখে ইনজুরি আছে গান না গাওয়াই ভালো।কারণ চোখে প্রেসার পড়তে পারে ক্ষতি হবে তাতে আপনারই। আপনি শুনবেন না হয়তো কারণ আপনি গান পাগল মানুষ। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাল্টা সৌমিত্র রায় আবারও লিখেছেন, ওখানে আসলে তাঁদের (ভূমি)র গান চলছিল তিনি শুধু গুনগুন করেছেন।
অতীতেও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে শিল্পীর গলায় শোনা গিয়েছে সুর। এখন তিনি ভালো আছেন।