শিলিগুড়ি থেকে সরাসরি নেপালে বাস পরিষেবা

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবারে শিলিগুড়ি থেকে সরাসরি নেপালে বাস পরিষেবা শুরু করতে চলেছে। পরিবহন দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই পরিষেবা চালু হয়ে যাচ্ছে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম গেটওয়ে শিলিগুড়ি। সেখান থেকে দার্জিলিং-ডুয়ার্স যেমন যাওয়া যায়, তেমনি যাওয়া যায় সিকিম, নেপাল, ভুটান।

               নেপাল, ভুটানে আজকাল প্রচুর মানুষ ব্যবসায়িক কাজে যান। পর্যটকেরাও বিমানে যান নেপাল কিংবা ভুটান। অনেকে কাঁকরভিটা হয়ে গাড়িতেও নেপাল যান। এই সড়কপথেই সরকারি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। প্রতিটি বাসই শীতাতপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটি বাসে থাকছে ৪৪টি করে আসন। মাথা পিছু ভাড়া মাত্র ১২৫০ টাকা। যাত্রীদের জন্য দেওয়া হবে চা, জল এবং জলখাবারআট ঘন্টাতেই কাঠমান্ডু পৌঁছে যাবে বাস শিলিগুড়ি থেকে ছাড়ার পর।

                 যাত্রী সমীক্ষার রিপোর্টে জানা গেছে, এই পথে যাত্রী পেতে কোনও সমস্যা হবেনা। তাই রাজ্য পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, তারা ভলভো এবং নন ভলভো বাস চালাবে। ভলভো বাসে ভাড়া নেওয়া হবে ১৩৯০ টাকা এবং নন ভলভো বাসে ১২৫০ টাকা। এই বাসগুলি শিলিগুড়ি থেকে কাঁকড়ভিটা, বামনপোখরি, ভদ্রপুর হয়ে কাঠমান্ডু যাবে। আপাতত ৬টি বাস চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন উত্তরবঙ্গে পর্যটন প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ ভীষণ কাজে আসবে।

                   পরিবহন দফতরের এক আধিকারিকের কথায় কলকাতা থেকে কাঠমান্ডু বিমান ভাড়া প্রায় ১৫ হাজারের কাছাকাছি। ট্রেনে গেলেও যা খরচ, বাসে তার চেয়ে অনেক কম খরচে যাওয়া যাবে। সরকারি আধিকারিকদের সঙ্গে এই বিষয় বৈঠক করে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...