মৌনি অমাবস্যায় পুণ্যস্নান কী ফল দেয়?

২০২৪ সালের মৌনী অমাবস্যা ৯ ফেব্রুয়ারি। অর্থাৎ আজ। দিনটি মাঘী অমাবস্যা নামেও পরিচিত। আজকের দিনে পালিত হয় মৌনি ব্রত।

শাস্ত্রে মাঘ মাসের মৌনী অমাবস্যায় ধর্মাচারণ, দান, ধ্যান, স্নান বিশেষভাবে পুণ্যময় বা ফলদায়ী বলে মনে করা হয়। এই অমাবস্যায় তর্পণ ও পিন্ডদান করে মোক্ষ লাভ হয়। এই তিথির সঙ্গে স্নানের যোগের নেপথ্যে আছে পুরাণে দেব-অসুরের সমুদ্র মন্থনের কাহিনি।

কিংবদন্তি অনুসারে, অমরত্ব লাভের জন্য  দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্রমন্থন করলে ভগবান ধন্বন্তরী অমৃতের কলসি হাতে সমুদ্র থেকে বেরিয়ে আসেন। অমৃত কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয়। এদিকে, কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকের মতো স্থানের পবিত্র গঙ্গা নদীতে পড়েছিল।

অমৃতের কারণে এই নদীগুলিতে স্নান করলে দীর্ঘ আয়ুলাভ হয় বলে মানুষের ধারণা। এই কারণেই পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ তিথিতে নদী স্নান এবং বিশেষ করে গঙ্গাস্নানের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে।

মৌনী অমাবস্যার দিন গঙ্গায় কালো তিল মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের জল নিবেদন ও পিন্ড দান করেন মানুষ। বিশ্বাস, এতে তিন প্রজন্মের পূর্বপুরুষদের সন্তুষ্ট করে।

এই বছর, মৌনী অমাবস্যায় ৫টি বিরল যোগ আছে। সর্বার্থ সিদ্ধি যোগ, মালব্য, বিনায়ক, হংস এবং অমৃত যোগও তৈরি হচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...