যে দেশে নারীকে দুর্গা, কালী ও সরস্বতী রূপে পুজো করা হয় আবার সেই দেশেই কখনও নারীদের ধর্ষণের শিকার হতে হয় কখনও নিজের অধিকারের লড়াই চালাতে গিয়ে প্রাণ দিতে হয়। সময়ের বদল ঘটলেও নারীদের এই অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি। বরং প্রতিদিন খবরের কাগজে কোনও না কোনও নারী নির্যাতনের ঘটনার খবর দেখতে পাওয়া যায়। নারীদের এই অবস্থার কথা নিজের গানের মাধ্যমে তুলে ধরলেন গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু। গানের নাম 'আর দেরি নয়'। সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিয়ো। যেখানে নারীদের উপর চলা এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে বলছেন জনগণকে।এই গান ধর্ষণবিরোধী আন্দোলনের স্বর।
এই মিউজিক ভিডিয়োটির অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়ঞ্জলী দাস, দেবলীনা মজুমদার, সোহিনী পাল ছাড়াও অনেকে। এই গানের সুর দিয়েছেন রুদ্র সরকার। এই মিউজিক ভিডিয়োর ভাবনাটা ছিল রূপণ মল্লিকের। মিউজিক কম্পোজিশন করেছেন অরিজিৎ ঘোষ। মিউজিক ভিডিয়োটির প্রযোজনার দায়িত্ব সামলেছে 'ড্রপসপ্লে'।