অভাবনীয় চমকে ‘আবার বিবাহ অভিযানে’র ‘সবই মায়া’

রবিবার ছুটির দিনে আচমকাই নিউটাউনের আন্ডারব্রিজ গ্রাফিটি স্ট্রিট দখল করে নিল একদল তরুণ-তরুণী। তাদের পায়ের ছন্দে মুহুর্তে মেতে উঠল চারপাশ।  বেঙ্গল স্ট্রিট হিপ হপ আর্টিস্টদের পারফরম্যান্স নজর কেড়ে নিল আশেপাশের মানুষদের। এভাবেই অভাবনীয় চমকে সামনে এলো ‘আবার বিবাহ অভিযানে’র প্রথম গান   ‘সবই মায়া’।

শিল্পীদের পারফরম্যান্স দেখে উচ্ছ্বাসিত ‘আবার বিবাহ অভিযান’ টিমও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া ‘সবই মায়া’ গানটিও কম্পোজ করেছেন তিনি। গান লিখেছেন প্রসেন। গেয়েছেন আদিত্য দেব। মুক্তি পাওয়া গানের ভিডিয়োতে  ছবির তিন জুটিকেই দেখা যাচ্ছে। লোকেশন থাইল্যান্ড। সৌমিক হালদার পরিচালিত এই ছবির প্রেক্ষাপট থাইল্যান্ড।

ছবির তিনমূর্তি তিনবন্ধু গণশা, রজত এবং অনুপম তাদের দজ্জাল বউদের এড়িয়ে বিদেশ পাড়ি দেয়। সেখানে গিয়ে জোন ঝামেলায় জড়ায় তারা এবং কীভাবেই বা উদ্ধার পায় সেই নিয়েই ছবি। জমজমাট মজা আর কমেডির কারণে শুরু থেকেই দর্শকদের নজরে ‘বিবাহ অভিযান’। এবারেও বজায় আছে সেই আকর্ষণ। 'আবার বিবাহ অভিযান'-এর চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ।

২০১৯-এ মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্তের ছবি 'বিবাহ অভিযান'। সেই ছবিতে ছিলেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার আর বাংলাদেশের নুসরত ফারিয়া। সিক্যুয়েলে পরিচালক বদল ঘটলেই একই আছে ছবির প্রধান চরিত্ররা।

‘আবার বিবাহ অভিযান’ প্রেক্ষাগৃহে আসছে ২৫ মে জামাই ষষ্ঠীর আবহেই।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...