‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় সেরা কলকাতার শ্লোক মুখোপাধ্যায়

কেমন হবে ২৫ বছর পরের ভারত?

সেই উত্তর দিল কলকাতার শ্লোক মুখোপাধ্যায়। তার ক্যানভাসে। উত্তরের নাম ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’। বাংলা করলে দাঁড়ায় ‘মধ্যমণি ভারত’।

১৪ নভেম্বর অর্থাৎ শিশুদিবসের দিন গুগলের হোমপেজ খুললেই দেখা যাচ্ছিল শিশু হাতের এক ডুডল আর্ট। এক বিজ্ঞানী হাত দিয়ে আছে একটি রোবটের মাথায়। উজ্জ্বল রঙের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পৃথিবী আর পরিবেশ। নিচে বহু মানুষের খুশির হাত।

এই ছবি এঁকেই গুগলের ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় সেরা হয়েছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শ্লোক মুখোপাধ্যায়। প্রতিযোগিতার এবারের বিষয় ছিল, আগামী ২৫ বছরে ভারতকে ঠিক কীভাবে দেখতে চায় ছাত্রছাত্রীরা।

রোবটিক্স থেকে আয়ুর্বেদ, মহাকাশ গবেষণা থেকে যোগাসন চর্চা- এই সব কিছুতে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হয়ে উঠবে দেশ।

শ্লোক তার ডুডলটি সম্পর্কে লিখেছে, ‘‘আগামী ২৫ বছরে ভারতীয় বিজ্ঞানীরা মানব সভ্যতার উন্নতির জন্য পরিবেশবান্ধব রোবট তৈরি করবেন। ভারতের মহাকাশচারীরা নিয়মিত মহাকাশে যাতায়াত করবেন। ভারতের যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্র আরও উন্নত হয়ে উঠবে।’’

প্রতিযোগিতায় সেরা হয়ে গুগলের তরফ থেকে ৫ লক্ষ টাকার স্কলারশিপ পাচ্ছে শ্লোক। এছাড়াও পাবে ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজও।

দেশের ১০০টির বেশি শহরের এক লক্ষ পনেরো হাজার পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রথম থেকে দশম শ্রেণির এই পড়ুয়াদের মধ্যে থেকে মেধা এবং সৃজনশীলতা, বিষয় ভাবনার বিচারে সেরা ২০ জনকে বেছে নেন বিচারকরা।

কাকা সায়ন মুখোপাধ্যায়ের কাছে তার আঁকা শেখার শুরু। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই আঁকতে খুব ভালবাসে। গুগলে নিজের আঁকা ডুডল দেখে খুব খুশি সে। তার সঙ্গে খুশি গোটা মহানগরীয়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...