আত্মপ্রকাশ ঘটল ‘শের’-র ক্যালেন্ডার

বন্যপ্রানী সংরক্ষণ বর্তমানে একটি মূল্যবান ও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়| বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতার বার্তা দিয়ে প্রতি বছরের মত এবছরও আত্মপ্রকাশ ঘটল শেরের বন্যপ্রান নিয়ে সচেতনতার বার্তা দিয়ে টেবিল ক্যালেন্ডারের| শের এমন একটি সংস্থা যা বন্যপ্রানিদের নিয়ে সারা বছর কাজ করে থাকে| আধুনিকতার দ্রুত বিস্তার ও পরিবেশের ভারসাম্যের দ্রুত পরিবর্তনের ফলে বিপন্ন বন্যজীবন, আর সেই সচেতনতার বার্তাটুকু সকলের কাছে পৌছে দিতে শেরের এমন প্রয়াস জানান সংস্থার সংগঠক জয়দীপ কুন্ডু| টালিগঞ্জের চায়ওয়ালা কফিশপে আত্মপ্রকাশ করলো বন্যপ্রানিদের নিয়ে টেবিল ক্যালেন্ডার| ১২টি বন্যপ্রানীদের ছবি এই ক্যালেন্ডারে এঁকেছেন শিল্পী পার্থ দাশগুপ্ত| এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক অরিন্দম শীল, বিখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ, অভিনেত্রী সোহিনী সরকার সহ আরও অনেকে|

sher-1

sher-2

এটা শেয়ার করতে পারো

...

Loading...