মায়ের জন্মদিনে তিরুপতির মন্দিরে মেয়ে জাহ্নবী

শ্রীদেবীর ৫৬ বছরের জন্মদিনে মায়ের স্মৃতিতে তিরুপতির মন্দির দর্শন করলেন মেয়ে জাহ্নবী কাপুর। ট্রাডিশনাল দক্ষিণী সাজে একটি ছবিও পোস্ট করেন জাহ্নবী। দক্ষিণী সাজে তাঁকে দেখলে অনেকটাই  কমবয়সের শ্রী’র কথা মনে পড়ে যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

💚

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

কেরিয়ারের শুরুতে শ্রীদেবী যখন দক্ষিণী ছবিতে সবে অভিনয় শুরু করেছেন তাঁর সেই সময়কার সাজসজ্জা ও চেহারার সঙ্গে জাহ্নবীর মিল চমকে দিয়েছে প্রয়াত অভিনেত্রীর ফ্যানদেরকেও। মাত্র ১৩ বছর বয়সে  দক্ষিণী ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।  

শ্রী ভেঙ্কটেশরন মন্দির থেকে একটি ভিডিও পোস্ট করেন জাহ্নবী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Janhvi offers prayers at Tirupati Balaji temple in honor of Sridevi ji’s birthday. The most beautiful soul. @janhvikapoor 💚

A post shared by Janhvi Kapoor FC (@alwaysjanhvi) on

;

ইন্সটাগ্রামে জাহ্নবী তাঁর মায়ের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মায়ের কোলে বসে তোলা পুরনো একটি ছবি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালোবাসি। আজ তোমায় বড্ড মিস করছি।

পরিবারের অন্য সদস্যরাও জন্মদিনে স্মরণ করেছেন প্রয়াত অভিনেত্রীকে।

বনি কাপুর লিখেছেন, ‘শুভ জন্মদিন জান। আমার জীবনের প্রতিটা মিনিটে আমি তোমায় মিস করে। এভাবেই আমাদের সারাজীবন পথ দেখাও। যেমন দেখিয়ে এসেছ।’

অনিল কাপুর লিখেছেন,  দীর্ঘদিনের, আজকের দিনটা খুব আনন্দের। আবার দুঃখের। আজ তোমার ৫৬তম জন্মদিন। আমরা সেলিব্রেট করতাম। এখনও তোমাকে হারানোর কষ্টটা বয়ে বেড়াই ভীষণ ভাবে। তোমাকে প্রতিদিন মিস করি।’

অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরও শ্রীদেবীকে নিয়ে পোস্ট দেন।     

গত বছর ২৪ ফেব্রুয়ারি দুবাইতে আকস্মিক মৃত্যু হয় তাঁর।

   ২০১৩ সালে পদ্মশ্রী সম্মান পান। মম ছবির জন্য সেরা অভিনেত্রীর বিভাগে মরনোত্তর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। শেষবার তাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...