অবশেষে বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ দেখা যাবে ভারতে

অবশেষে ভারতে মুক্তি পেল বাঙালি পরিচালক শৌনক সেনের তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস'। ‘অস্কার ২০২৩-এ অস্কারের দৌড়ে জিততে না পারলেও এই তথ্যচিত্র দেশ বিদেশের দর্শকদের মন জয় করে নিয়েছে। গত ২২ মার্চ থেকে কিছুদিনের জন্য এই ছবি দেখা যাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টারে’। কিন্তু ১ এপ্রিল থেকে বিভিন্ন কারণে এইচবিও-র কোনও কনটেন্টই আর হটস্টারে দেখা যাবে না এবং তাই অনেক দর্শক 'অল দ্যাট ব্রিদস'-ও দেখার সুযোগ পায়নি আর। অবশেষে সেই সুযোগ এবার পেতে চলেছেন দর্শক।

All That-1

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক শৌনক সেন। তাঁর তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' আবার দেখা যাবে ভারতে। তিনি ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'ঘোষণা করতে পেরে আনন্দিত হচ্ছি যে অবশেষে ভারতে ‘অল দ্যাট ব্রিদস’ দেখা যাবে। এইচবিওর বাকি সমস্ত ছবি ও শোয়ের মতো, এই ছবিও রয়েছে জিও-তে। ছড়িয়ে দিন এই বার্তা।'

শৌনক সেনের এই পোস্টে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় এবং সেটা তাঁরা কমেন্টে প্রকাশ করেছেন।অনেক তারকারাও ছিলেন।

শৌনক সেন পরিচালিত এই তথ্যচিত্রটি প্রায় ঘণ্টা দেড়েকের। সেখানে মহম্মদ সৌদ ও নাদিম শেগজাদ নামে দুই ভাইয়ের গল্প বলা হয়। এই দুই ভাই অসুস্থ ও আহত পাখিদের, বিশেষ করে চিলদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলে। এই কাজে তারা দিনরাত এক করে প্রাণ বাচিয়েছে। মানুষের সঙ্গে প্রকৃতি ও অন্যান্য প্রাণীর সম্পর্কের এক বিশেষ পর্ব দেখানো হয়েছে এই তথ্যচিত্রে। এই তথ্যচিত্রে রয়েছে একাধিক সাক্ষাৎকার।

All That-2

যদিও অস্কার ২০২৩-এর মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলেও এই ছবি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সম্মানিতও হয়েছে। শৌনক সেনের এই তথ্যচিত্র ‘কান ২০২২’-এ ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ডরস্কার এবং ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ: তথ্যচিত্র পুরস্কার’ পেয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...