কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো ভোর ৫টায়, কোথায় হবে, কি বলছেন কর্তৃপক্ষরা?

আর তো মাত্র দুটো দিন। তারপরেই শুরু হবে সিনেমা হলের চত্বরে ভীড়। ‘পাঠান’ ছবির পর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলছে অ্যাটলির প্রযোজিত ‘জওয়ান’। আবারও আমরা দেখতে পাব বলিউডের কিং খানকে। ছবির পোস্টার রিলিজের পর থেকেই শুরু হয়ে গেছিল উন্মাদনা। এবার নতুন লুকে দেখতে পাব শাহরুখকে।

_Things-to-know-about-Jawan_11zon

গত শুক্রবার থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই হাউজফুল হয়ে গিয়েছে সিনেমা হলগুলি। অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের মতে ‘পাঠান’-এর ব্যাবসা ছাড়িয়ে যেতে পারে ‘জওয়ান’ ।

কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজ়ের ছবি ঘিরে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরেই তাদের শো ছিল। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে সেটা হচ্ছে না।

এখন প্রত্যেকটি মাল্টিপ্লেক্সের কর্তাদের মধ্যে একটা রেষারেষি চলছে। সারা দেশে প্রথম দিনের প্রথম শো-টি সবার আগে কে আয়োজন করতে পারবে এই নিয়ে। রবিবার পর্যন্ত সবাই জানতো, কলকাতা শহরে ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার দেখা গিয়েছে নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমা) ভোর ৫টায় শুরু করে দিয়েছে ছবির শোয়ের স্লট। তাহলে,এখনও পর্যন্ত এটাই হতে চলেছে ‘জওয়ান’-এর প্রথম শো। এটাও জানা গিয়েছে, এর আগে এই রাজ্য ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনও ছবির প্রদর্শনের আয়োজন করা হয়নি।

এ রাজ্যে এসভিএফ রয়েছে ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে। এই প্রসঙ্গে, সংস্থার এক কর্মকতা এক সংবাদ মাধ্যমে জানা, ‘‘ওরা আমাদের অনুমতি না নিয়েই শোটা খুলে দিয়েছে। এখনও রেড চিলিজ়(ছবির প্রযোজক)-এর তরফে অনুমতি আসা বাকি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব।’’ একটি মাল্টিপ্লেক্স ছবি দেখাচ্ছে ভোর ৫টায়। মঙ্গলবার কি অন্যরাও সেই পথে হাঁটতে পারে? ওই কর্মকর্তার কথায়, ‘‘ছবির টিকিটের চাহিদা প্রচুর। তাই কিছুই বলা যাচ্ছে না। এখনও তিনটে দিন মানে অনেক সমীকরণ বদলে যেতে পারে। তবে প্রযোজনা সংস্থাই শেষ সিদ্ধান্ত নেবে।’’

পরিবেশক শতদীপ সাহা এই বিষয়ে জানিয়েছেন, ‘‘এর আগে এ রকম ঘটনা ঘটেনি। এটা তো খুবই ভাল লক্ষণ। কোনও সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হলে বেশি সংখ্যক দর্শক হলে যাবেন। তাতে তো ইন্ডাস্ট্রির প্রত্যেকেই লাভবান হবেন।’’

সম্প্রতি, কলকাতা শহরে শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের তরফে অজন্তা সিনেমা হলে মধ্যরাতে ‘জওয়ান’-এর শো আয়োজনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রযোজনা সংস্থা তাদের পরামর্শ দেয় সকাল ৬টার পর শো আয়োজন করার।

অন্য দিকে জানা যাচ্ছে যে বুধবার মধ্যরাতের পর সাউথ সিটি মলের আইনক্সে ‘জওয়ান’ ছবির প্রথম দিনের প্রথম শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু শপিং মল কর্তৃপক্ষ থেকে অনুমতি না  পাওয়ায় এখনও পর্যন্ত জানা গিয়েছে সেই শো দেখানো হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...