সকলকে প্রমাণ করে দিয়েছেন যে তিনিই কিং খান! ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত হলেন শাহরুখ

এই নাহলে তিনি কিং খান। তিনি পেরেছেন, সকলকে করে দেখিয়ে দিয়েছেন! হয়তো একেই বলে কামব্যাক!

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের শাহরুখ খান। তিনি প্রমাণ করে দিয়েছেন যে এইভাবেও ফিরে আসা যায়। একটা বছরে ৩-৩টে ব্যাক-টু-ব্যাক হিট ছবি। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। এবার সিএনএন নিউস ১৮ (CNN News18)-এর ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরষ্কারে সম্মানিত হলেন কিং খান, শাহরুখ খান।

শেষ ছবি ছিল ‘জিরো’। হিট হয়নি। তারপর চারবছর আর সিনেমার পর্দায় দেখা যায়নি তাঁকে। হয়তো নিজেকে প্রস্তুত করছিলেন। তারপরেই দর্শকদের কাছে আসেন ‘পাঠান’ রুপে।সকলকে এক ধাক্কায় ছিটকে দিল। বছরের শুরু যাঁর নামে, শেষটাও তাঁর।

‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে এক সংবাদমাধ্যমকে  নিজের চার বছরের ভয়ের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। পাস্তা-পিজ্জা বানানো শিখছিলেন, কারণ যদি আর কাজ না পায় সেই ভয়ে। কিন্তু সেটা কাজে লাগেনি। তাঁর কাছে টাকা, বক্স-অফিস দুটোই কিচ্ছু না। তাঁর কাছে একটা শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হল ‘বিনোদন’। আর বারবার আরও এক শব্দের কথা বলছিলেন, তা হল ‘পরিশ্রম’। তাঁর বিশ্বাস যে প্রতিটা ভারতীয় তাঁর সিনেমা দেখতে আসেন এবং এসেছেন। এমনকী যাঁরা তাঁকে ভালবাসে না, তাঁরাও সেই তালিকায় রয়েছেন।

Shah-Rukh-Khan-is-CNN-News18-Indian-of-the-Year-2023

শাহরুখ খানের ২০২৩ সালের তৃতীয় ছবি ছিল ‘ডাঙ্কি’। এই ছবি ২০ দিনে বিরাট আয় করেছে। SACNILC-এর রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত এই ছবিটি ঘরোয়া বক্স অফিস থেকে ২১৯.২৭ কোটি টাকা আয় করতে সফল হয়েছে এবং বিশ্ব বক্স অফিসে ৫০০ কোটি টাকা আয়ের দিকে এগোচ্ছে ছবিটি।

১০ই জানুয়ারি, নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় শুরু হয় অ্যাওয়ার্ড শো’টি। এই অনুষ্ঠানে শাহরুখ খান, মণি রত্নম, জাভেদ আখতার ছাড়াও নীরজ চোপড়া, অঞ্জু ববি জর্জ-সহ অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পুরষ্কার পেয়ে সকলের সামনে কি বললেন কিং খান? শাহরুখ সবাইকে বললেন যে সব সময় শান্ত থাকা উচিত এবং শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। এদিন তিনি আরও বলেন যে তিনি এমন একজন ব্যক্তি যে প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন যে ভালোর ফল সবসময়ই ভালই হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। কয়েক বছর আগে কিছু ছবি ফ্লপ হয়েছে। অনেকেই তাঁকে বলেছিল তাঁর সময় শেষ। সাথে জীবনে কিছু খারাপ এবং বিরক্তিকর ঘটনাও ঘটেছে। সেগুলো  দেখেই তিনি নীরব থাকতে শিখেছেন এবং সম্মানের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন এখনও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...