Shah Rukh Khan: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিং খান, জানালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

গত বুধবার অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বৃহস্পতিবার বিকেলেই আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। মঙ্গলবার নাইটের খেলা সময় স্টেডিয়ামে ছেলে-মেয়ের সাথে ছিলেন তিনি। এরপরেই তীব্র গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে অনুরাগীরা। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পায় কিং খান। তবে, এখন চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে তাঁকে।  

জানা গিয়েছে এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আহমেদাবাদ থেকে স্পেশাল চার্টার্ড বিমানে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন শাহরুখ। যেহেতু ডিহাইড্রেশন হয়ে বুধবার সকালে বিপত্তি ঘটেছিল, তাই কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন ডাক্তাররা।

এদিনই বাদশার বন্ধু জুহি চাওলা জানিয়েছিলেন যে সব ঠিক থাকলে আগামী ২৬ মে ফাইনাল ম্যাচ উপস্থিত থাকবেন তিনি। কিন্তু চিকিৎসকদের পরামর্শের পর কী কিং খান নাইট দলের পাশে থাকবে? সেটাই এখন দেখার বিষয়।

সপ্তাহের শুরু থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল কিং খানের। গত সোমবারই ভোট দিয়ে নাইটদের পাশে থাকতে আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন তিনি। এমনিতে আহমেদাবাদে তাপপ্রবাহ চলছে এই সময়। আর তাই বুধবার অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে শাহরুখের ভর্তি  হওয়ার খবর শুনেই ওইদিন বিকেলে মুম্বই থেকে আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন স্ত্রী গৌরী খান।

গত চব্বিশ ঘণ্টায় বাদশার শারীরিক পরিস্থিতি নিয়ে কেউ কিছুই বলেননি। অবশেষে কিং খানের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন “মিস্টার খানের সব অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রার্থনা, ভালোবাসা, উদ্বেগের জন্য। উনি ভালো রয়েছেন।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...