বিশাল পরিমাণ জলের সন্ধান মিলেছে চাঁদের মাটিতে! কী বলছে বিজ্ঞানীরা?

চাঁদের মাটিতে মিলেছে জল! হ্যাঁ, এবার নতুন খোঁজ পেলেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে চাঁদের দুই মেরুতেই বরফ আকারে এই বিশাল পরিমাণ জল সঞ্চিত রয়েছে। কিন্তু, জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল চাঁদে। এবার আগের থেকে বিজ্ঞানীরা আরও বেশি জলের পরিমাণ পেয়েছেন। এই বিষয়ে গবেষণা দল জানিয়েছেন যে দক্ষিণ মেরু নয়, উত্তর মেরুতে মিলেছে প্রায় দ্বিগুণ পরিমাণে জল, তবে সেটা বরফ আকারে সঞ্চিত রয়েছে।

এই পুরো বিষয়টা ইসরো এবং স্পেস অ্যাপলিকেশন সেন্টার করেছে। এই গবেষণায় যুক্ত ছিলেন আইআইটি ধানবাদ এবং আইআইটি কানপুরের গবেষকেরা। তারা একটি স্টাডিতে দেখেছেন যে চাঁদে বিপুল পরিমাণ জলের সন্ধান রয়েছে। ইসরো জানিয়েছেন যে চন্দ্রপৃষ্ঠের তুলনায় মাটির নীচে প্রায় ৫ থেকে ৮ গুণ বেশি জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। তারা আরও জানিয়েছেন যে চাঁদের দুই মেরুতেই বিপুল পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত আছে।

জানা গিয়েছে এই গবেষণা করতে বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন। তার মধ্যে রয়েছে র‍্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এবং থার্মাল রেডিওমিটার। 

বিজ্ঞানীরা জানিয়েছেন যে চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও বেশ সাহায্য করেছে। তাঁরা আরও বলেছেন যে চাঁদে বিপুল পরিমাণ জলের হদিস পেয়ে তাঁরা খুবই উৎসাহিত

এটা শেয়ার করতে পারো

...

Loading...