ক্লাস ঘরের মধ্যে জল! ছাত্র-ছাত্রীশূন্য স্কুলে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারা

স্কুল চত্বর দেখলে মনে হবে আস্ত একটা পুকুর।  প্রধান শিক্ষক থেকে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এক হাঁটু জল পেরিয়ে ক্লাস ঘরে ঢুকতে দেখা যায়। ক্লাস ঘরে প্রবেশের পর শিক্ষক-শিক্ষিকারা হতভম্ব! স্কুল চত্বরের পাশাপাশি ক্লাসঘরও জলমগ্ন! একজন ছাত্র ছাত্রীও উপস্থিত নেই স্কুলে।

এ কোন প্রত্যন্ত গ্রামের দৃশ্য নয় ।এটা সোনারপুরের নেতাজী সুভাষ চন্দ্র বোস রোড লাগোয়া  চৌহাটী ডি .ব্লক.  জি .এস এফ .পি  সরকারি স্কুলের  জল যন্ত্রণার চরম জলছবি।

স্কুল বাড়ির সামনের অংশে এক হাঁটু জল ,অফিস ঘরের সামনে জলমগ্ন ক্লাস ঘর থেকে ক্লাস ঘরের সামনের  অংশে এবং বারান্দার বিস্তীর্ণ অংশও জলমগ্ন । এমন চরম  পরিস্থিতিতে নিরুপায় হয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ঘন্টার পর ঘন্টা অফিস ঘরেই বন্দি হয়ে থাকেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  দেবাশীষ নাথ বলেন, ‘দূর-দূরান্তের এলাকা থেকে এই স্কুলে ছাত্র ছাত্রীরা পড়তে আসে। পাশের একটি সরকারি প্রকল্পের জন্য দীর্ঘদিনের জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে এমন চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে গোটা স্কুলকে। তিনি সরকারি ভাবে সাহায্যের জন্য আবেদন করেছেন। আগামী সোমবারের থেকে স্কুলে পরীক্ষা রয়েছে, এমন পরিস্থিতি চলতে থাকলে সেই পরীক্ষাও পিছিয়ে যেতে পারে এমনটাই মনে করছেন তিনি।

মাত্র দু'দিনের বৃষ্টিতে  স্কুলের  এমন পরিস্থিতি, জল নিকাশি ব্যবস্থার অবনতি, পুকুর ভরাট, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে  রাজপুর সোনারপুর  পৌরসভা অঞ্চলের মানুষ।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...