করণকে ‘না’ বলায় আফসোস শাশ্বত চট্টোপাধ্যায়ের।

বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন বঙ্গতনয় টোটারায়চৌধুরী।  কত্থকের তালে পা মিলিয়ে মন কেড়েছেন দর্শকদের। আসল নাম পুষ্পরাগ চৌধুরী। তাকে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ তে ‘বিহারী’ -র ভূমিকায় দেখা গিয়েছিলো। এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের ‘রোহিত সেন’ হয়ে উঠেছিলেন তিনি। এবার তিনি অনস্ক্রিন আলিয়ার বাবা। নাম ‘চন্দন চট্টপাধ্যায়’। অভিনেতার কথায় তিনি ভাবতে পারেননি এতো দর্শক তার কাজ পছন্দ করবেন। অথচ, এর আগে ধর্মা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই ডাক পেয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। শুধুমাত্র নাচ না জানার কারণে তাকে সরে আসতে হয়।

processed-b5f0da1e-0fbb-400b-a0a9-be83a14a3ed7_A7HhBVhv

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, করণ জোহারকে না বলাটাই তার জীবনের সব থেকে বড়ো আফসোস। ছবির সাফল্য সেই আফসোসের মাত্রাকে দ্বিগুন করেছে। পাশাপাশি এ কথাও স্বীকার করেছেন যে একমাসে কত্থক শেখা তার পক্ষে সম্ভব ছিলোনা। তাই তার মতে হ্যাঁ বলে খারাপ অভিনয়ের থেকে না বলাটাই শ্রেয়।

তিনি আরো জানান, বাঙালি অভিনেতা হিসেবে সহকর্মী

টোটার সাফল্যে তিনি বেজায় খুশি। বলিপাড়ায় গিয়ে টোটার এই টলিপাড়ার অধিনায়ক হিসেবে যে কৃতিত্ব অর্জন তাতে ছাতি চওড়া হয়েছে গোটা বাংলা ইনডাস্ট্রির।

প্রসঙ্গত,

১১আগস্ট মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’। সেখানে পুলিশ অফিসার অনিমেষ দত্ত হয়ে ফিরছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...