শাড়ি: একই অঙ্গে কত বাহার

কেউ বলে এগারো হাত, কেউ বলে ন’হাত। আবার তেরো হাতের গল্পও না-শোনা কাহিনী নয়, কিন্তু সে এক জলজ্যান্ত বিস্ময়!

শাড়ি। প্রবাদ প্রবচন থেকে নিত্য দিনের ঘরকন্নার অভ্যাস সবেতেই সমান ভালোলাগায় বেড় দিয়ে তার বাস। অঙ্গে অঙ্গে।

পাঁচ হাজার বছরের প্রাচীন। ইতিহাসের গন্ধ লেগে আছে সুতোয় সুতোয়। বুননের টানে বয়ে চলে সময়। সভ্যতার ইতিহাসে প্রাচীনতম পোশাক।

মূলত ভারতীয়। কিন্তু জন্ম সিন্ধু সত্যতার অন্দরে। ক্রমে ক্রমে এশিয়া ছাড়িয়ে সারা পৃথিবী।

শাড়ি শব্দটি এসেছে ‘সাত্তিকা’ থেকে। প্রাচীন বৌদ্ধ এবং জৈন গ্রন্থেও এই শব্দের উল্লেখ পাওয়া যায়। সাত্তিকা মানে নারীর পরিধেয়। উল্লেখ আছে বেদেও। তবু প্রাচীনত্ব কোথাও ভার হয়ে ওঠেনি তার, বরং আভিজাত্যের ছোঁয়ায় বেড়েছে আকর্ষণ।  নীহাররঞ্জন রায়ের মতে, আদিতে পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ভারতে সেলাই করা কাপড় পরিধানের প্রচলন ছিল না। সেলাইবিহীন প্রচলিত কাপড় পুরুষদের ক্ষেত্রে ধুতি এবং নারীদের ক্ষেত্রে শাড়ি নামে অভিহিত হত।

৮০ রকম ভাবে শাড়ী পরার রীতি প্রচলিত ছিল ভারতে। থেমে নেই সেই ধারা। কনকনে ঠাণ্ডা, প্যাঁচপ্যাঁচে গরমে সুতি, খাদি,  সিল্ক,শিফন কেমন শরীরে মিলেমিশে ভালোবাসার চার লাইনের কবিতা হয়ে যায়! বেনারসি, কাঞ্জিভারাম, পৈঠানি, চান্দেরি যেন আলাদা আলাদা ক্লাসিক উপন্যাস।

saree2

ডিজাইনার শাড়ির ব্র্যান্ড মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত সার্কেলে বান্ধবীদের মধ্যে উত্তেজনা এবং রেষারেষির খোরাক হতেও বেশি সময় নেয়নি! সব্যসাচী, রিতু কুমার, তারুন তাহিলিয়ানি, বলিউড আর আলাস্কার বর্ফিল পাহাড়ে ফিনফিনে নীল শিফন উড়িয়ে মানিশ মালহোত্রার নায়িকারা.... নামি শোরুম দিল্লি, মুম্বই, কলকাতা, লন্ডন, নিউ ইয়র্ক, বে এরিয়াতে, দামী ইন্টেরিয়র, তার চেয়েও এক্সপেন্সিভ শাড়ি এই সমস্ত আইকনিক ডিজাইনারদের লোভনীয়।

দেশি আমেরিকানরা ১৬ বছরের বার্থডে পার্টি থেকে বিয়ের সিজন, অনুষ্ঠান যাই হোক না কেন, লাগেজ ভর্তি ডিজাইনার শাড়ি, লেহেঙ্গা, চোলি, ব্যাকলেস ব্লাউজ ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসে। হ্যাঁ! "দেশিফ্যাশন‘এর" ক্রেজ এতটাই এই দেশে! ব্রাউন স্কিন দেশি সুন্দরীদের চকচকে খোলা পিঠে প্রিয়াঙ্কা চোপড়ার পরিধেও "দেশি গার্ল" শাড়ি!

 এলেমেন্টারি স্কুলে ফেস্ট-এর সময় প্রচুর বিদেশি তাদের বাচ্চাদের জন্যে ইন্ডিয়ান শাড়ি, লেহেঙ্গা, গয়না, মেহেন্দি ট্যাটু কিনে নিয়ে যায়।  প্রি ফল কালেকশনে কার্ল লেজেরফিল্ড রাজস্থানি শাড়ির জমকালো শো করেছিল একবাত।ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল!

saree3

প্রবাল গুরুং, নেপালি অ্যামেরিকান ডিজাইনারের ২০১৮‘r শো‘ তে গিগি হাদিদ পড়েছিল ফিউশিয়া রঙের স্কার্ট যা শাড়ির মতন পা অবধি জড়ানো, স্কার্ফ মাথা থেকে গলা অবধি জড়ানো যেমন ঐতিহ্যগতভাবে মাথায় কাপড় দেওয়ার রীতি হয় ইন্ডিয়ান ট্র্যাডিশন‘এ!

শাড়ি নারীর অঙ্গে যেমন পরম্পরার গল্প কখনো, তেমনই তাকে বানিয়েছে কখনো লাস্যময়ী, কখনো দারুন সম্ভ্রান্ত, বা বিতর্কের বিষয়! ইন্দিরা গান্ধীর প্রিন্টেড খাদির শাড়ি, টেম্পল বর্ডার, সূক্ষ্ম কাশ্মীরি কাজ করা শাড়িতে রাশভারী তার ব্যক্তিত্বকে সারা পৃথিবী এখনো মনে রেখেছে। বলিউডের বৃষ্টি ভেজা হলুদ শিফন শরীরী উষ্ণতাকে উস্কানি দেয়, স্মিতা পাটিলের সাদা আর লাল পাড়ের শাড়িতে "আজ রাপাট জায়ে" উপচে পড়া লাবণ্য, মেগান মার্কলের ভারত সফরের সময় অত্যন্ত সাধারণ মানের সুতির শাড়ির হইহই করা বিতর্ক... শাড়ি তার জায়গা প্রতিবার করে নিয়েছে শিরোনামে।

saree1

একই অঙ্গে এত বাহার, এত কারুকার্য, ইতিহাস, ভারতীয় ঐতিহ্যের গর্ব! শাড়ির সঙ্গে নারীর বেশভূষণ, সম্ভ্রম, বিশ্বাস এমনকি কুরুক্ষেত্রের মূলযোগ অনস্বীকার্য!  মহাভারত দ্রৌপদীর বস্ত্র হরণের কথা বলেনা শুধু! বলে নারীবিদ্বেষী, গোঁড়ামীর জঘন্যতম অপরাধের কথা। বলে অবজ্ঞা, অশ্রদ্ধার একমাত্র পরিণাম মৃত্যু, ধ্বংসের তাণ্ডবের কথা।

‘এক ফালা কাপড়’।সুতোর ভাঁজে ভাঁজে দর্শন, ইতিহাস,  যুদ্ধ, সভ্যতার উত্থান পতন।  দেবী থেকে মানবীর জীবন কাহিনীর জড়িয়ে আছে তার চলনে। সেই কথা এত অল্প শব্দে কি শেষ করা যায়! কারুকার্যময় তার অস্তিত্ব, একান্ত ভালোবাসার সম্পর্ক।

এটা শেয়ার করতে পারো

...

Loading...