সত্যজিতের জন্ম মাসেই শহরে ফিরছেন ফেলুদা

সত্যজিতের জন্ম মাসেই শহরে ফিরছেন ফেলুদা। ২ মে ফেলুদা-স্রষ্টার জন্মদিন। আর তার ঠিক আট দিন পর, ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

টানটান রোমাঞ্চের ‘নয়ন রহস্য’র কেন্দ্রে একটি ছোট্ট ছেলের অন্তর্ধান। সঙ্গে মিশেছে হিঙ্গরানির হত্যার রহস্য।  ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ দাস। জটায়ু অভিজিৎ গুহ। নয়ন রহস্য ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মাকে। থাকবেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। নয়নের চরিত্রে দেখা যাবে ক্লাস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়াকে। এছাড়া শুভ্রজিৎ দত্ত, মোহন আগাসে, প্রমুখ থাকবেন। ২০২৩ জুড়ে কলকাতা ও চেন্নাইয়ে এই ছবির শুটিং হয়েছে।

‘হত্যাপুরী’র সাফল্যের পর এই ছবির দিকেও তাকিয়ে আছে দর্শকরা। ‘নয়ন রহস্য’ সব বয়সী দর্শকদের জন্য বলেই জানিয়েছেন পরিচালক।

সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একদম শেষ দিকের কাহিনি ‘নয়ন রহস্য’। কাহিনী আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক ছেলেকে ঘিরে। ফেলুদারা গিয়েছে সুনীল তরফদার নামে এক তরুণ জাদুকরের শো'তে। সেই জাদুকর তার সম্মোহনী শক্তি দিয়ে সবাইকে অবাক করে দেয়। কিন্তু তার চেয়েও এক বড় চমক অপেক্ষা করছিল। দর্শকের সামনে সে হাজির করে ‘জ্যোতিষ্ক’ নামে এক অসাধারণ ছেলেকে। যাকে সংখ্যার সঙ্গে সংস্লিষ্ট যেকোন প্রশ্ন করা হলেই সে তার উত্তর দিয়ে দিতে পারে। ছেলেটির এমন ক্ষমতা দেখে ফেলুদা পর্যন্ত থ বনে যায়। ফেলুদা সুনীল তরফদারকে কথা দেয় যে জ্যোতিষ্কের ব্যাপারে কোন সমস্যা হলে তাকে যেন জানানো হয়। ফেলুদা জাদুকর সুনীলের কাছ থেকে জেনে নেয় জ্যোতিষ্কের আসল নাম-পরিচয়। জানা যায়, ছেলেটির আসল নাম নয়ন, বাড়ি কালীঘাট। পরদিনই ফোন এল সুনীলের কাছ থেকে।

‘নয়ন রহস্য’র পরতে পরতে চমক। ছবির মুক্তি নিয়ে উত্তেজিত ছবির অভিনেতারাও। সামনে এসেছে ছবির প্রথম ঝলক। ট্রেলারও রিলিজের দোরগোড়ায়।

গরমের ছুটিতে সঙ্গে থাকবে ফেলুদা ফেলুদাপ্রেমিকদের কাছে ভরা গ্রীষ্মে এর চেয়ে ছুশির খবর আর কী বা হতে পারে!  

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...