আমাদের ভারতর্ষ, বিশ্বের সপ্তম বৃহৎতম দেশ। বর্তমান জম্মু ও কাশ্মীরকে ধরা হলে, বিভক্ত ২৮টি রাজ্য ও ৮ রাষ্ট্রীয় শাসিত অঞ্চলে। ভিন্ন রাজ্য ভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে আমরা সকলেই ভারতবাসী। আর এই ভারতবর্ষ-ই এবারের থিম সাহাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি পশ্চিমের। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-এ উপস্থিত ছিলেন পূজা কমিটির যুগ্ম সম্পাদক নিরুপম পর্বত, পুজোর প্রচারক সুব্রত গুহো ও ক্রীড়া সম্পাদক প্রীতম রায়চৌধুরী।
সঞ্চালক নবনীতার সাথে, আমরাও জেনে নিলাম তাদের পুজোর অজানা কথা। ভারতবর্ষের প্রতি তাদের ভালোবাসা কে চাক্ষুস দেখাতে তাদের ৭১ তম বর্ষে এবারের থিম “ভারতবর্ষ সূর্যের এক নাম”। শিল্পী সুবোধ রায়ের ভাবনায় ফুটে উঠবে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি যা গিয়ে অকত্রিত হবে মায়ের রুপের মধ্যে দিয়ে । পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাসের হাতে উদ্বোধন হবে তাদের দুর্গা পুজো।
থাকবে ছোটখাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। যতদিন সাবেকিয়ানার পুজো ছিল ততদিন পুজোর তিনদিন সকল পল্লীবাসীদের জন্য খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা ছিল, বিগত ৬ বছর হল তারা থিম পুজোয় প্রবেশ করার ফলে বর্তমানে সপ্তমি ও অষ্টমীতে সেই আয়োজন করা হয়। দমদম বা কবি সুভাষগামী যে কেনও মেট্রোতে উঠে নামতে পারেন হয় কালিঘাট নয় রবীন্দ্র সরবর। সেখান থেকে অটো ধরে নিউআলিপুর ত্রিকোণ পার্কের নিকট এই পূজা মন্ডপ।
In English

