‘ঘুন’-এর জন্য গাইলেন রূপঙ্কর-ইমন

সম্পর্কের রং নানা রঙের। কখনও সে স্বচ্ছ সাদা, আবার কখনও কালিমায় পূর্ণ। সম্পর্কের নানা রং নিয়েই পরিচালক শুভ্র রায় বানিয়েছেন পূর্ণ দৈর্ঘের ছবি ‘ঘুন’। সম্প্রতি ছবির একটি গানও রেকর্ডিং করা হয়ে গেল। প্রসেনজিত মহাপাত্রের কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি এবং ইমন চক্রবর্তী। 

ছবির গল্পের দিকে তাকালে জানা যায় বিক্রম এক বহুজাতিক সংস্থায় কর্মরত। স্ত্রী বিয়োগের পর সে সম্পর্ক গড়ে তারই অফিসের কর্মচারী পুনমের সঙ্গে। পুনম উচ্চাকাঙ্খী। টাকা আর পদোন্নতির জন্য সে বিক্রমকে ব্যবহার করে। ওদিকে জয়ের সঙ্গে লিভ ইন করে সে। জয়ের পুনমের প্রতি ভালবাসা থাকলেও পুনমের জয়ের প্রতি কোনও ভালবাসা নেই। জয় চাকরি ছেড়ে দেয়। কারণ সে ছবি বানাতে চায়। তাই সে প্রোডিউসার খুঁজতে থাকে। ওদিকে বিক্রমের একমাত্র মেয়ে অভিনেত্রী হতে চায়। যেটা বিক্রম মেনে নিতে চায় না। মেয়েকে পকেট মানি দেওয়াও বন্ধ করে দেয় বিক্রম। জয়ের সঙ্গে আলাপ হয় বিনীতার। বিনীতা হোমমেকার। ডাক্তার স্বামী অমিতের সঙ্গে তার বনিবনা হয় না। স্বামী-স্ত্রী সম্পর্কের কোনও সংজ্ঞাই ওদের জন্য প্রযোজ্য নয়। বিনীতা আর জয় লিপ্ত হয় সম্পর্কে। সম্পর্কের এহেন নানা বাঁক নিয়েই তৈরি হয়েছে ‘ঘুন’। ছবির প্রত্যেকটি চরিত্র একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে জানা গিয়েছে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত, ডাঃ কৌশিক ঘোষ, সৌরভ দাস, অনসূয়া বিশ্বনাথন, শুচিস্মিতা ঠাকুর, পৌলমী দাস প্রমুখ।

ইনফোকেয়ার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় খুব শীঘ্রই দর্শক দরবারে আসছে ঘুন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...