Rupanjana mitra relationships:গতবছর বাগদান সারার পর এবার সাত পাকে বাঁধা পড়ছে রূপাঞ্জনা ও রাতুল, কবে বিয়ে করছেন তাঁরা?

বৈশাখ মাস পড়তেই টলিপাড়ায় ফের বিয়ের সানাই বাজতে শুরু করছে।

অবশেষে দীর্ঘ প্রেমের পর সাত পাকে বাঁধা পড়ছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও অভিনেতা রাতুল মুখোপাধ্যায়। প্রায় ৬ বছর প্রেম করার পর গত বছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সারেন তাঁরা। এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার এই জুটি।

কিন্তু কবে?

জানা গিয়েছে চলতি বছরের ১৯ এপ্রিল কলকাতার এক হোটেলে বিয়ে সারবেন রূপাঞ্জনা।

কী কী আয়োজন হচ্ছে রূপাঞ্জনা ও রাতুলের বিয়েতে?

Six-Year Journey Of Love

জানা গিয়েছে কলকাতা শহরের, রাজারহাট নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান রূপাঞ্জনা ও রাতুলের খুব ঘনিষ্ঠ মানুষজনদের সাক্ষি রেখেই বিয়ে করবেন তাঁরা। এছাড়া এদিন হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হবে। তবে, পুরো বিষয়টাই একদিনে করা হবে।

সিঙ্গল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে বড় করেছেন তিনি একাই। সিরিয়াল থেকে শুরু করে সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী।

অন্যদিকে, রাতুল, টলিপাড়া ইন্ডাস্ট্রিতে অতি পরিচিত একজন। ‘পালক’, ‘ইকিরমিকির’, মতন একাধিক ধারাবাহিক পরিচালনা করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ হয়েছিল। তার পর বন্ধুত্ব এবং তারপরেই প্রেম। তবে, নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি রূপাঞ্জনা। বরং হামেশাই জানিয়েছেন, তাঁদের সম্পর্ক পরিণত। এই বিষয়ে ছোট্ট রিয়ানেরও কোনও সমস্যা নেই। তাই দার্জিলিংয়ে রাতুল-রূপাঞ্জনার বাগদান সেরেছিলেন জুটি। আর সেখানে সাক্ষী ছিল রিয়ান।   

সংবাদমাধ্যমকে অভিনেত্রী আরও জানিয়েছিলেন যে ছেলে রিয়ানের কথা মাথায় রেখেই এই নতুন শুরুর চিন্তাভাবনা। এছাড়া রাতুলের সঙ্গে রিয়ানের সম্পর্ক একেবারে বন্ধুর মতন। দুজন দুজনকে ‘চ্যাম্প’ বলে ডাকে। আবার রূপাঞ্জনাকে রাতুল-রিয়ান ডাকে ‘ভুটিয়া’ বলে।

অভিনেত্রী জানিয়েছিলেন যে তাঁরা তিনজন একসঙ্গে থাকলে যেন তাঁদের আর কাউকে লাগে না। এছাড়া রিয়ানের সঙ্গে কথা বলেই রূপাঞ্জনা-রাতুলের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...