বড়পর্দায় আসছে দেব-রামকমল-রুক্মিণীর ‘দ্রৌপদী’, পোস্টার প্রকাশ্যে

‘বিনোদিনী - একটি নটীর উপাখ্যান’ ছবির পর ফের বড়পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়, সঙ্গে প্রযোজক দেব।

প্রকাশ্যে এসেছে নতুন ছবির নাম এবং টিজার পোস্টার। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায় আসছে ‘দ্রৌপদী’। নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র।

Ram-Kamal-to-direct-Rukmini-Maitra-in-magnum-opus-Draupadi-2 (1)

এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে জনপ্রিয় লেখক প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ অবলম্বনে। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে মহাভারতের কাহিনি উপন্যাসে কলমবন্দি করেছেন লেখক। এবার তা সেলুলয়েডের পর্দায় তুলে ধরবেন রামকমল।

মোশন পোস্টারটিতে দেখা যাচ্ছে সিংহের মুখ, সামনে সিংহাসন। তারও দুপাশে জ্বলছে যজ্ঞের আগুন এবং উপরে তীর-ধনুক। ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য। রুক্মিণী মৈত্রর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টার পোস্ট করে লেখা হয়েছে, 'প্রতিভা রায়ের 'যাজ্ঞসেনী' উপন্যাস অবলম্বনে আসছে আমার পরবর্তী…’দ্রৌপদী’  ছবি পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়। আপনাদের সকলের শুভেচ্ছা চাই।'

সদ্য প্রকাশিত টিজার পোস্টার সম্পর্কে পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, 'আগুন থেকে জন্ম হয়েছিল দ্রৌপদীর। পোস্টারের যজ্ঞের ছবি তারই প্রতীক। কৌরবদের দ্বারা অপমানিত হওয়ার পর দুঃশাসনের রক্ত দিয়ে রক্তস্নান করার যে ব্রত দ্রৌপদী নিয়েছিলেন তার প্রতিনিধিত্ব করে পোস্টারের সিংহ। দ্রৌপদীর প্রথমে রাজকুমারী এবং পরবর্তীকালে পাণ্ডবদের রানি হয়ে ওঠার প্রতীক পোস্টারের সিংহাসন। এবং সবশেষে পোস্টারে যে পাঁচ তীর ও একটি ধনুক দেখা যাচ্ছে, তার অর্থ একা দ্রৌপদীকে যে বিয়ে করতে হয়েছিল পাঁচ ভাইকে (যুধিষ্ঠীর, ভীম, অর্জুন, নকুল ও সহদেব)।'

প্রযোজক দেবের কথায়, ‘বিনোদিনীতে রাম কমলের কাজ দেখেই মনে হয়েছিল ওর ভিস্য়ুয়াল রিপ্রেসেনটেশন স্কিল কতখানি। যখন ও দ্রৌপদীর কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরবার কথা জানায়, আমি নিশ্চিত ছিলাম ও এই বিষয়কে যথার্থভাবে তুলে ধরবে পারবে। আর বিনোদিনী হিসাবে রুক্মিণীর পারফরম্যান্সের বহরও দেখেছি, তাই আমি জানি কেন রাম ওকেই দ্রৌপদীর চরিত্রে কাস্ট করতে চেয়েছে। সবার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে’।

‘দ্রৌপদী’ ছবি নিয়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানালেন-'রামকমলের সঙ্গে ফের কাজ করতে পারব ভেবেই ভাল লাগছে। পর্দায় যে চরিত্রে ফুটিয়ে তোলা ভীষণ চ্যালেঞ্জিং সেই চরিত্রে নিজেকে সাবলীল করে তুলতে ও আমাকে খুব সাহায্য করেছে। বন্ধুর সঙ্গে কাজ করার কিছু সুবিধা তো থাকেই, তাই না?' তিনি আরও বলেন, ‘মহাভারত এমন একটা বিষয় যা প্রত্যেক ভারতীয় মনের খুব কাছের। বিনোদিনীর পর এটা আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না’।

‘দ্রৌপদী’ ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে বাংলা ভাষায়, কিন্তু এটি একটি 'প্যান ইন্ডিয়া' ছবি হতে চলেছে। অর্থাৎ ছবি মুক্তি পাবে একাধিক ভারতীয় ভাষায়। শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে শ্যুটিং। নির্মাতাদের দাবি ছবির শ্যুটিং হবে হায়দরাবাদ বা মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে শ্যুটিং হওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...