রক্ত পরীক্ষায় রোবোটিক ল্যাব

ব্লাড টেস্টের জন্য রোবোটিক ল্যাব -এর সূচনা হল শহরে| দেশের সর্ব প্রথম রোবোটিক ল্যাবটি স্থাপিত হল শহরের নিউ টাউনে। নিউ টাউনের একটি ডায়াগনিস্টিক সেন্ট্রাল ল্যাবরেটরিতে শহর এবং শহরের সংশ্লিষ্ট এলাকার যাবতীয় পরীক্ষা করা হয়। এবার সেখানেই নিয়ে আসা হল রোবোটিক ল্যাব এর মাধ্যমে রক্ত পরীক্ষা করার যন্ত্র।

ব্লাড টেস্টের ওপর নির্ভর করে রোগ নির্ধারণের একটা বিরাট অংশ। কিন্তু এই রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। অনেক ক্ষেত্রে রক্ত পরীক্ষায় ন্যূনতম ভুল হলে তার ভোগান্তি নিতে হয় রোগীকেই। কারন ভুল রক্ত পরীক্ষার ফলাফল রোগীকে চিকিৎসা করার ধরন বদলে দেয়। জানা যায়, ল্যাবরেটরি তে ঘটিত ভুলের ৬৭ শতাংশ -এর জন্য দায়ী থাকে 'হিউম্যান এরর'। 

রোগী বা রোগীর পরিজনদের সম্পূর্ণ নির্ভুল রিপোর্ট দেওয়ার লক্ষ্যেই ব্যবস্থা করা হয়েছে এই রোবটিক ল্যাবের। মানুষের সাহায্য ছাড়াই রক্ত সংগ্রহের পর আই কিউ বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা গবেষণা করবে এই রোবোটিক ল্যাব। পরে চিকিৎসকেরা রিপোর্ট সংগ্রহ করে পরীক্ষার স্লাইড মিলিয়ে দেখে নেবেন। কোন পরিবর্তনের দরকার হলে তা বদলে দেবেন। রিপোর্ট ঠিক থাকলে তবেই রোগী বা তার পরিজনদের হাতে পৌঁছে যাবে এই পত্র। ঘন্টায় প্রায় ৫০০ নমুনা সংগ্রহ করতে পারবে এই রোবোটিক ল্যাব। এই যন্ত্রটি স্থাপনে ব্যয় হয়েছে ২০ কোটি টাকা। যন্ত্রটি অত্যাধুনিক হলেও এই যন্ত্রের ব্যবহারে রোগীদের বা তাদের পরিবারের ওপর আর্থিক ভাবে কোন রকম চাপ পড়বে না বলে জানান কর্তৃপক্ষ। 

এই প্রতিষ্ঠানটি সম্প্রতি আরো একটি বিদেশী সংস্থার সাথে হাত মেলাতে চলেছে যার ফলে খুব শীঘ্রই  কলকাতা শহরেই আসতে চলছে, কম খরচে অত্যাধুনিক মলিকিউলার পরীক্ষা ব্যবস্থা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...