Rishav Basu In Bengali Serial: ‘খড়কুটো’র পর ফের ছোট পর্দায় দেখা যাবে ঋষভকে, কোন ধারাবাহিকে আসছেন তিনি?

আবারও ধারাবাহিকের পর্দায় দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। ‘খড়কুটো’-র পর এবার নতুন এক ধারাবাহিকে নতুন এক চরিত্রে ফিরছেন তিনি। জি বাংলার ধারাবাহিক ‘আলোর কোলে’-তে দেখা যাবে তাঁকে। দ্বিতীয় নায়ক হিসেবে ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। রাধা অর্থাৎ ধারাবাহিকের নায়িকার ছোটবেলার বন্ধুর চরিত্রে দেখা যাবে ঋষভকে।  

মঞ্চাভিনয় থেকে শুরু করে ওয়েব সিরিজ, সিনেমা, সব পর্দাতেই দেখা গিয়েছে ঋষভকে। দর্শকদের কাছ থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।   

এবার এই ধারাবাহিকে রাধার বন্ধুর চরিত্রে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে ছোটবেলায় রাধার সঙ্গে পড়াশোনা করত ঋষভের চরিত্র। তখন থেকেই রাধার প্রতি একটা আলাদা ভালোলাগা ছিল। তবে, সেটা কোনওদিনও রাধাকে জানতে দেয়নি। বর্তমানে ঋষভের চরিত্র আইন নিয়ে পড়াশোনা করে এখন এক বড় উকিল। একটি আইন সক্রান্ত বিষয়ে সাহায্য চাওয়ার জন্য উকিলের খোঁজ করতে গিয়ে রাধা খোঁজ পায় ঋষভের চরিত্রের। কিন্তু এরপর কী হবে? এবার কী কোনও নতুন করে কোনও সমীকরণ তৈরি হবে দুই বন্ধুর মধ্যে? সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ধারাবাহিক 'আলোর কোলে'র প্রতিটা এপিসোডে।  

এর আগে, ঋষভ বেশ অনেকগুলিই কাজ করেছেন হইচই ওয়েব প্ল্যাটফর্মে। শ্রীকান্ত থেকে শুরু করে 'মহাভারত মার্ডারস', কুমুদিনী ভবন, একাধিক ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর সেখান থেকেই বর্তমানে সুযোগ পান দক্ষিণী ছবিতে কাজ করার।

তবে, শুধু ওয়েব সিরিজ নয়, বড়পর্দাতেও কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ঋষভ। 'প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা', 'ভটভটি'-র মতন বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি, মঞ্চেও একাধিক কাজ করছেন তিনি। ফলে, নিয়মিত নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন ঋষভ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...