প্রয়াত হলেন বিশ্ববিশ্রুত কথাকার মিলান কুন্দেরা

প্রয়াত হলেন বিশ্ববিশ্রুত কথাকার এবং ডার্ক নভেল লেখক মিলান কুন্দেরা ৯৪ বছর বয়সে। তাঁর প্রায় প্রতি বছরই নোবেল প্রাইজের শর্টলিস্টে নাম উঠত, কিন্তু কোনও বছরই তিনি পেতেন না। তাঁর ডার্ক নভেলগুলিকে হাস্যরস এবং কবিতার ছন্দ জীবন্ত করে তুলত।

লেখকের এক মুখপাত্র জানান যে মঙ্গলবারে রাতে প্যারিস  শহরে তাঁর জীবনাবসান হয়। তিনি দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন।

processed-a119224e-87e5-4a82-a313-a30b295990c1_UnWp0bPT

১৯২৯ সালে ১ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন মিলান কুন্দেরা। সে সময় শহরের নাম ছিল চেকোশ্লোভাকিয়া। তাঁর বাবা ছিলেন বিখ্যাত পিয়ানো বাদক। তিনি প্রাগ শহরে পড়াশোনা করার সময় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ফরাসী কবি অ্যাপোলিনায়ারের কবিতা অনুবাদের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন মিলান। এরপর নিজেও কবিতা লেখা শুরু করেন।

তাঁর প্রথম উপন্যাস 'দ্য জোক' প্রকাশিত হয় ১৯৬৭ সালে।  ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সমালোচনা করার জন্য তাঁকে একঘরে করা হয়। ১৯৭৫ সালে ফ্রান্সে পাড়ি জমান তিনি।

১৯৮৪ সালে 'দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং' উপন্যাসটি প্রকাশিত হয় এবং ১৯৮৮ সালে তাঁর এই উপন্যাস নিয়ে হলিউড ছবিও বানায়। 

এরপর থেকে  কুন্দেরার পরিচিত হতে শুরু করেন একজন 'দার্শনিক লেখক' হিসেবে। তিনি বিশ্বাস করতেন যে লেখক 'কথা বলবেন' তাঁদের লেখার মধ্য দিয়েই। তাই বেশি সাক্ষাৎকার দিতেন না, কলমকেই কথা বলাতেন।

নোবেল হয়তো তিনি পাননি, তবে সারা জীবন ধরে বহু পুরস্কার পেয়েছে কুন্দেরা। ১৯৮৫ সালে পান জেরুজালেম পুরস্কার। ১৯৮৭ সালে প্রবন্ধগ্রন্থ 'দ্য আর্ট অফ নভেলে'র জন্য পান অস্ট্রিয়ার 'স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার'। ২০২০ সালে তাঁকে 'ফ্রান্‌জ কাফকা' পুরস্কারে ভূষিত করে তাঁর দেশ চেকোস্লোভাকিয়া।

এটা শেয়ার করতে পারো

...

Loading...