গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রভাত রায়, হল ডায়ালিসিসও, এখন কেমন আছেন তিনি?

গুরুতর অসুস্থ দুবার জাতীয় পুরস্কারজয়ী বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বিগত ৬দিন ধরে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

জানা গিয়েছে যে দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে প্রবীণ পরিচালকের। এরপর শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় সরকারি হাসপাতালে ভর্তি করা তাঁকে। তবে কিডনির সমস্যার ফলে আচমকাই রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এছাড়া শোনা গিয়েছে যে তাঁর ফুসফুসে জলও জমে গিয়েছে। ফলে চিকিৎসকদের পরামর্শে বুধবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রভাত রায়কে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়ায় পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তাঁর মেয়ে এবং ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর, একতা ভর্ট্টাচার্য।

image_2024_02_24T06_24_46_193Z

জানা গিয়েছে পরিচালক প্রভাত রায়ের জন্য তৈরি মেডিকেল টিমে রয়েছেন ডা. সুরেশ চোরারিয়া (হৃদরোগ বিশেষজ্ঞ), ডা. জয়ন্ত বসু (নেফ্রোলজিস্ট), ডা. সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল ইউনিট), ডা. প্রসূন মিত্র (জেনারেল মেডিসিন)। প্রত্যেকের কড়া তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

প্রবীণ পরিচালকের অসুস্থতা নিয়ে একতা ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন যে ঋতুবদলের সময় তাঁর ‘বাবি’র অর্থাৎ প্রভাত রায়ের শরীরে এই সমস্যা হয়। সেই সমস্যা নিয়েই প্রথমে বাঙ্গুরে ভর্তি করা হয়েছিল তাঁকে। গত চার-পাঁচ ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। সেই সমস্যা নতুন করে বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে স্থানান্তরিত করতে হয়েছে তাঁকে। এছাড়া গত পাঁচ দিন এবং রাত তিনি বাঙ্গুরে ছিলেন তাঁর ‘বাবি’র সঙ্গে।

একতা আরও জানান যে ডায়ালিসিসের আগে প্রভাত রায় চিকিৎসকদের বলেছেন যে ‘তাঁর ডায়ালিসিস নেওয়ার ইচ্ছে ছিল না। শুধুমাত্র মেয়ে (একতা)র মুখ চেয়েই রাজি হয়েছেন। এখনও তাঁর কাজ বাকি আছে এবং মেয়ের পাশে তাঁকে আরও কিছুদিন থাকতে হবে।‘

প্রসঙ্গত, গতবছর স্ত্রী জয়শ্রী রায়কে হারিয়েছেন পরিচালক। তারপর থেকে একাকী অবসাদে ভুগে জীবনবিমুখ হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থও হয়ে পড়েন। তখনও তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এরপরেই মেয়ে একতা নিজের জীবনের সঙ্গে তাঁকে জড়িয়ে নিয়েছেন। বর্তমানে জীবনের প্রতি আগ্রহ ফিরেছে প্রবীণ পরিচালকের। এরপরেই একতার সহযোগিতায় ‘ক্ল্যাপস্টিক’ আত্মজীবনী লিখেছেন প্রবীণ পরিচালক। এছাড়া প্রযোজক মেয়ের আগ্রহেই প্রথম বিজ্ঞাপনী ছবির চিত্রনাট্য-সংলাপও লিখেছেন তিনি।

জানা গিয়েছে যে তাঁর ‘বাবি’র মুখ চেয়েই তাই আপাতত বইপ্রকাশের দিনক্ষণ (২৬ ফেব্রুয়ারি) বদলাননি একতা। তাঁর মতে পরিচালক বইপ্রকাশ নিয়ে খুবই আগ্রহ । তাই সকলেই বিশ্বাস করছেন তিনি শ্রীঘ্রই সুস্থ হয়ে উদযাপনের সময় উপস্থিত থাকবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...