হঠাৎ কেন সমস্ত শো বাতিল করলেন সংগীতশিল্পী অদিতি মুন্সী?

সবে শীত পড়তে শুরু করেছে, তারই মধ্যে এখন জগদ্ধাত্রী পুজো চলছে। এই সময় এমনিও রাজ্যের বিভিন্ন জেলা কিংবা দেশে-বিদেশে শিল্পীরা প্রচুর শো করতে ব্যস্ত থাকে। তাঁর মধ্যেই শোনা যাচ্ছে সঙ্গীতশিল্পী ও বিধায়ক অদিতি মুন্সী নাকি অসুস্থ। হঠাৎ কী হল অদিতির? সমাজমাধ্যমের পাতায় পোস্ট দিয়ে নিজেই জানিয়ে দিয়েছেন যে আগামী সমস্ত শো বাতিল করছেন তিনি।

এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে গায়িকা জানিয়েছেন পুরো বিষয়টা। তিনি জানিয়েছেন যে তাঁর গলা একেবারেই ভেঙে গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় ‘ভয়েস ইনজ্যুরি’। তাই এই সময় তিনি কথা বলার মতো অবস্থায় একদমই নেই। এই কারণে আদিতিকে সমস্ত শোগুলি বাধ্য হয়েই বাতিল করতে হল।

100268177_11zon

অদিতি দুর্গাপুজোর সময় থেকেই একের পর এক শো করছিলেন। আবার মাঝে আমেরিকায় গানের অনুষ্ঠানে করতেও যান। তারপরেই হয়েতো জলবায়ু পরিবর্তন হওয়ায় বেশ প্রভাব ফেলেছে অদিতির কণ্ঠে। তাঁর গলা এক ফোঁটাও বিশ্রাম পায়নি সেইজন্য। তাই এতটা অসুস্থ হয়ে পড়েন।

জানা গিয়েছে যে চিকিৎসকের পরামর্শে আপাতত ক’দিন তাঁকে ‘ভয়েস রেস্ট’-এ থাকতে হবে এবং সেটাই মেনে চলছেন গায়িকা।

এটাও জানা গিয়েছে যে আগামী মাস থেকেই ফের মঞ্চে ফিরবেন অদিতি এবং শো শুরু করবেন।

অদিতির ২২ নভেম্বর চন্দনগরে, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে পর পর অনুষ্ঠান ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সব ক’টি বাতিল করা হয়েছে।

নিজের সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের উদ্দেশে অদিতি একটা পোস্ট করেন। সেখানে লেখেন, ‘‘গলার অবস্থা খারাপ। তবে আপনাদের গান না শোনাতে পারার দুঃখ রয়েছে। আশা করছি, দ্রুত ফিরে আসতে পারব গানের জগতে।’’  

এটা শেয়ার করতে পারো

...

Loading...