ভোলেকে কেউ ভুলতে পারেনি

সালটা ১৯৮৮। বিশ্ব শান্তির বার্তা দিতে জাপানের হিরোশিমা থেকে নাগাসাকি হাঁটলেন এক ভারতীয় অভিনেতা। শান্তি চাই, ভাল থাকতে চায় পৃথিবী। এই ছিল তাঁর বক্তব্য। গোটা বিশ্বের শান্তিকামী মানুষ কুর্নিশ জানিয়েছিল তাঁকে।
নাম তাঁর বলরাজ দত্ত। ছবির দুনিয়ার সুনীল দত্ত। প্রায় চার দশকেরও বেশি অভিনয় জীবন। ১৯৫৫ তে প্রবেশ করেছিলেন হিন্দি ছবির জগতে। ছবির নাম রেলওয়ে প্ল্যাটফর্ম।
ভারত-পাকিস্তানের অশান্তি চলছে। বলরাজ পড়ে গেলেন দাঙ্গার মধ্যে। জেকব নামে এক ভদ্রলোক তাঁর প্রাণ বাঁচালেন। সুনীল তখন সবে আঠারো।
আজীবন মনে রেখেছিলেন তাঁর কথা। হিংসার জ্বলন্ত মুখটাও আজীবন ভুলতে পারেননি। তাই বিপর্যস্ত জাপানের মাটিতে তাঁকে ওভাবে দেখা গিয়েছিল।
কেরিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। সেলিব্রিটিদের ইন্টারভিউ নিতেন। একবার স্টেশনে এলেন নার্গিস। শুনলে অবাক হবেন, শেষপর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল সেই ইন্টারভিউ! চোখের সামনে নার্গিসকে দেখে এমন নার্ভাস হয়ে গিয়েছেন আরজে সুনীল যে মুখ থেকে একটা কথাও সরেনি!
অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! সেদিন কেউ ভাবতে পেরেছিল একদিন এক সূত্রে বাঁধা পড়বেন তাঁরা!
রিল লাইফ আর রিয়েল লাইফ দুই সুনীলই দুরন্ত। পর্দার ভোলেকে কেউ ভুলতে পারেনি। তেমনি প্রেমিক সুনীল আর বাবা সুনীল দুজনের জার্নিই মনে রেখেছে মানুষ।
১৯২৯ এর আজকের দিনে পাকিস্তানের ঝিলাম শহরে তাঁর জন্ম হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...