মোহময়ী ‘দিব্যা’কে আজও ভুলতে পারেনি হিন্দি ছবির দর্শকরা

বলিউডে তাঁর আগমন হয়েছিল রুপকথার রাজকুমারী হয়ে। ছটফটে চোখ। ভরপুর এনার্জির এক মেয়ে। মগজের থেকে বেশি চলতেন হৃদয়ের ডানায় ভর করে। খামখেয়ালী নতুন এই নায়িকাকে এক লহমায় কাছে টেনে নিয়েছিল তামাম বলিউড সঙ্গে দর্শকরাও।

নাম দিব্যা ওম প্রকাশ ভারতী। ভারতীয় ছবির দর্শকদের বড় কাছের ‘দিব্যা’ ‘দিব্যা ভারতী’।  যেমন ঝড়ের গতিতে তাঁর আসা। চলে যাওয়াও তেমনি ঝড়ের গতিতে।

মধ্য নব্বইয়ে একদিন আচমকাই সন্ধের সংবাদে গোটা দেশ জানতে পারে দিব্যা আর নেই! আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বলিউডের বড় দুরন্ত কন্যাটি।

da22d418-8edd-4391-bfb3-3049fd1e45df

১৯৯৩ সালের ৫ এপ্রিল ১৯ বছর বয়সে পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু। হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?৩১ বছর পরেও বলি অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ অজানা।

১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে জন্ম। তার বাবা ওম প্রকাশ ভারতী একজন বীমা কর্মকর্তা এবং মা মীতা ভারতী। ভারতী জুহু, মুম্বাইয়ে মানিকজী কুপার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন,  সহপাঠী ছিলেন অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। ১৪ বছর বয়স থেকেই তিনি মডেলিং করা শুরু করেন। আর সেই সময়ই পড়াশোনায় ইতি টানেন। তিনি অভিনেত্রী কাইনাত অরোরার দ্বিতীয় পিসতুতো বোন ছিলেন।

'বব্বিলি রাজা' নামের ছবি দিয়ে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ হয় দিব্যা ভারতীর। ছবিটি সুপারহিট হয়। রাতারাতি দক্ষিণী ছবির জগতে দিব্যা ভারতী সুপারস্টার হয়ে ওঠেন।

এই ছবির সাফল্যের পরই পরিচালক রাজীব রাই দিব্যা ভারতীকে সানি দেওলের বিপরীতে 'বিশ্বাত্মা' ছবিতে কাজের সুযোগ দেন। ১৯৯২ সালে মুক্তি পায় এই ছবি। প্রথম ছবি থেকেই দর্শকের নজরে পড়ে যান। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। তাঁর বিপরীতে অভিনয় করেই বলিউডে আত্মপ্রকাশ হয় শাহরুখ খানের। 'দিওয়ানা' ছবিতে শাহরুখ খানের সঙ্গে দিব্যা ভারতীর জুটি দর্শকের মন জিতে নেয়। এই ছবির জন্য শাহরুখ খান ও দিব্যা ভারতী দুজনেই পুরস্কার জেতেন। সেই সময় অভিনেত্রীর বয়স মাত্র ১৮ বছর।

 ১৯৯২ এবং ১৯৯৩-এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তার রেকর্ড হয়ে আছে।

কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি হওয়ার কারণে খুব অল্প দিনেই বলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন দিব্যা ভারতী। কেরিয়ারের মধ্যগগনে থাকা দিব্যা ভারতী এত অল্প বয়সেই ছবি নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। ১৮ বছর বয়সেই বিয়ে করে নেন তিনি। গোপনে সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করার পর নিজের নামও বদলান দিব্যা ভারতী। নতুন নাম হয় সানা নাদিয়াদওয়ালা।

তাঁর মৃত্যু নিয়ে আজও বিতর্ক রয়েছে।

মৃত্যুর দিন তাঁর বাড়িতে অতিথিরা এসেছিলেন। পড়ে যাওয়ার আওয়াজ শুনে তাঁরাই ছুটে আসেন। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ১৯ বছরের অভিনেত্রীকে। দিব্যা যখন মারা যান, তখন তিনি একসঙ্গে ১০টি ছবিতে অভিনয় করছিলেন! দিব্যার রহস্যমৃত্যু নিয়ে বই লিখেছিলেন ট্রয় রিবেইরো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...