স্বাধীনতা দিবসে লালকেল্লায় বাংলার দুর্গা-দর্শন

এবার স্বাধীনতা দিবসে দুর্গা দর্শন করবে গোটা দেশ। লালকেল্লার গেটে থাকতে চলেছে বাংলার সংস্কৃতির ছোঁয়া। থাকবে ষাট ফুট দীর্ঘ ও কুড়ি ফুট চওড়া দুর্গার পটচিত্র। এই পটচিত্রটিতে সপরিবারে থাকবেন বাঙালির ‘মা দুগগা’। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর সবাই একসঙ্গে। সেই ছবিই এঁকেছেন পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের হবিচক গ্রামের বিশিষ্ট চিত্রকর নুরুদ্দিন। সঙ্গে আরও ১০ জন বিশিষ্ট পট শিল্পী।  

IMG-20230814-WA0039

শিল্পী নুরউদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁদের কাছে এ অতি গর্বের কথা। লালকেল্লায় বাংলার পট গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে। নুরুদ্দিনের পাশাপাশি স্ত্রী কল্পনা চিত্রকর, মুসলেম চিত্রকর, মোমেনা চিত্রকর, চিন্টু চিত্রকর, মুক্তার চিত্রকর, বাপ্পা চিত্রকর, রোজিতা চিত্রকরর প্রমুখ শিল্পী আছেন।

এই দলে প্রায় সবাই হয় রাজ্য এবং জেলা স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। নুরুদ্দিন চিত্রকরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামের মানুষ। প্রায় তিরিশ বছর ধরে পট আঁকছেন।

২০১৬ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান তাঁর স্ত্রী কল্পনা চিত্রকর। ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান নুরুদ্দিন। সে কারণেই দুর্গা পটচিত্র নির্মাণের ক্ষেত্রে বিবেচিত ও মনোনীত হন এই দম্পতি।

দিল্লিতে ভারতের সংষ্কৃতি ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের তদারকিতে কাজ করছেন তাঁরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...