এনওসি দিতে রাজি রানা সরকার

আর্টিস্টদের পেমেন্ট বাকি থাকার ইস্যু'কে কেন্দ্র করে বছর খানেক ধরে নানা কথা চলছে টলি পাড়ায়। সংবাদ মাধ্যমেও জায়গা করে নিয়েছে বিষয়টি। বেশ কিছু প্রযোজনা সংস্থা শিল্পীদের খানিকটা টাকা হলেও মিটিয়ে দিয়েছে। কিন্তু এই ব্যাপারে নির্বাক 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া' সর্বোপরি রানা সরকার। দির্ঘদিন ধরে ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানদের কোনও পারিশ্রমিক দিচ্ছেন না তিনি। শিল্পী ও টেকনিশিয়ানরা আজ পাব কি কাল পাব ভেবে কাজ করে যাচ্ছেন। শিশুশিল্পীরাও এই পরিস্থিতির শিকার। বাবা লোকনাথের চরিত্রে যে অভিনয় করছে সেই অরণ্যও পায়নি পারিশ্রমিক। সে তার পৈতৃক ভিটে ছেড়ে কলকাতায় এসে থাকছে শুধুমাত্র লোকনাথ চরিত্রটির জন্য। গত ২৫ মে আর্টিস্ট ফোরামের ডাকা সাংবাদিক সম্মেলনে জানা যায় রানা সরকারের একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়ার কথা চ্যানেলগুলিকে। অর্থাৎ যেসব চ্যানেলে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার ধারাবাহিক সম্প্রচারিত হয়। চ্যানেল সূত্রের খবর শিল্পীদের টাকা তাদের কাছে আছে। রাণা সরকারের এন ও সি পেলেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে শিল্পী ও টেকনিশিয়ানদের।

সূত্রের খবর রানা সরকার অবশেষে রাজি হয়েছেন এন ও সি দিতে। আর তা জানিয়ে আর্টিস্ট ফোরামকে একটি মেইল-ও করেছেন রানা সরকার। তিনদিন সময় চেয়েছেন তিনি। প্রসঙ্গত দাগ থেকে সরে গিয়েছেন সংস্থার দুই অথরিটি অদিতি রায় এবং অরিন্দম পাল। তাদের পরে এন ও সি দেওয়ার একমাত্র অধিকার রানা সরকারের। রানা সরকারের বক্তব্য- "অনেক অভিনেতা অভিনেত্রী তাদের পাওনার হিসেব বাড়িয়ে লিখেছেন। সেগুলি আগে খতিয়ে দেখা হবে তারপর দেওয়া হবে এন ও সি। নতুন তালিকা তৈরি হবে। কিন্তু টেকনিশিয়ানরা কবে টাকা পাবে তার কোনও আশ্বাস মেলেনি এখনও। আর্টিস্ট ফোরামও জানিয়েছে - দাগ-এর নতুন তালিকা তৈরির সময় আর্টিস্ট ফোরামেরও উপস্থিতি থাকবে। দুই পক্ষের মধ্যস্থতায় তালিকা তৈরি হওয়ার পরেই জট খুলবে বলে আশা করা যায়।

এই মুহূর্তে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন যেসব  ধারাবাহিক- মহাপ্রভু শ্রী চৈতন্য; জয় বাবা লোকনাথ; আমি সিরাজের বেগম। যদিও আমি সিরাজের বেগম শেষ হয়ে গিয়েছে। চলছে জয় বাবা লোকনাথ এবং মহাপ্রভু শ্রী চৈতন্য। হাতবদল ঘটেছে 'মহাপ্রভু শ্রী চৈতন্য' ধারাবাহিকের। সুরিন্দর ফিল্মস-এর ঘরে এখন এই ধারাবাহিক। পারিশ্রমিক না মেলায় কেন্দ্রীয় চরিত্র থেকে সরে গিয়েছেন শুভ রায়চৌধুরী। এরকম লুকিয়ে আছে অনেক না পাওয়ার গল্প। কবে এই সমস্যার সমাধান পুরোপুরি হবে তার উত্তর নেই কারো কাছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...