বহু অপেক্ষার পর শুরু হল পবিত্র রমজান মাস! বিস্তারিত জেনে নিন সেহরি ও ইফতারের সময়

আজ ১২ মার্চ। বহু প্রতীক্ষিত সেই পুণ্য মুহূর্ত এসেই গেল। ২০২৪ সালের প্রথম ইদ, ইদ-উল-ফিতর। চন্দ্র তিথি অনুযায়ী জানা গিয়েছে যে চলতি বছরের ৯ বা ১০ এপ্রিল করে উদযাপিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই দিনটা আসার আগে রয়েছে রমজান বা রমাদান। অর্থাৎ মাসব্যাপী রোজা কিংবা উপবাসের মাধ্যমে শরীর আর মনের শুদ্ধিকরণ। সেই রমজানের চাঁদ এবার দেখা গিয়েছে ভারতের আকাশেও।

জানা গিয়েছে যে সৌদি আরবে রমাদানের চাঁদ দেখা গিয়েছে ১০ মার্চ রবিবার এবং দেশে রমজানের সেই বাঁকা চাঁদ দেখা গিয়েছে সোমবার, ১১ মার্চ অর্থাৎ গতকাল। সেই অনুসারে আজ, মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে রোজা পালন। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পরে এশিয়ার দেশগুলিতে রমজানের চাঁদ দেখার হিসাব করা হয়। সেই অনুসারেই চলছিল প্রতীক্ষা।

image_2024_03_12T11_52_49_134Z

এই রোজার সাথে দুই আচার রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। একটি হল সেহরি এবং অপরটি হল ইফতার। রোজা মানেই হল দিনভর উপবাস পালন। সূর্য ওঠার আগে অর্থাৎ ঊষাকালে, ফজরের নামাজের আগেই যে খাদ্যগ্রহণ হয়, সেটাকেই বলা হয় সেহরি। অন্যদিকে, দিনভর উপবাসের পরবর্তী খাদ্যগ্রহণ, অর্থাৎ সান্ধ্যকালীন মগরেবের নামাজের পর, সেটা হল ইফতার।

রোজা পালনে কোনও ত্রুটি থাকলে চলবে না। ফলে, দেশের কোন শহরে সেহরি আর ইফতার কোন সময়ে পড়ছে, বিস্তারিত জেনে নিন। বিভিন্ন শহরে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আলাদা, ফলে সময়সূচি কাঁটায় কাঁটায় সঠিক এমন দাবি করা যাবে না। তবে, সর্বাংশে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। জেনে নেওয়া যাক —

দিল্লি-

  • সেহরি ভোর ৫টা ১৮ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ২৭ মিনিট

হায়দরাবাদ-

  • সেহরি ভোর ৫টা ১৬ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ২৬ মিনিট

মুম্বই-

  • সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট

পুণে-

  • সেহরি ভোর ৫টা ৩৪ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট

সুরাট-

  • সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট

আহমেদাবাদ-

  • সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট

বেঙ্গালুরু-

  • সেহরি ভোর ৫টা ১৯ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ৩১ মিনিট

কলকাতা-

  • সেহরি ভোর ৪টে ৩৫ মিনিট
  • ইফতার বিকেল ৫টা ৪৫ মিনিট

চেন্নাই-

  • সেহরি ভোর ৫টা ০৮ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ২০ মিনিট

কানপুর-

  • সেহরি ভোর ৫টা ০৬ মিনিট
  • ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

এটা শেয়ার করতে পারো

...

Loading...