৪ বছর পর উইন্ডোজ প্রযোজনা সংস্থায় ফিরছেন রাখী গুলজার, কেন্দ্রে থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও

এবার উইন্ডোজে ফিরছেন রাখি গুলজার! হ্যাঁ ঠিকই শুনছেন। একের পর এক দুর্দান্ত মন কেড়ে নেওয়া পার্ফরমেন্স করে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি।

গত পুজোয় রুপালী পর্দায় এল তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ’। সেখানে দীর্ঘদিন পর পর্দায় ফের দেখা গিয়েছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।

এবার তাঁদের পরের ছবি ‘আমার বস’। জানা গিয়েছে কাহিনি-চিত্রনাট্য পুরোপুরি নন্দিতার। সেখানেই ফিরছে রাখি গুলজার!

1701389423_lead-02

২০১৯ সালে গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিটি ছিল রাখি গুলজার শেষ ছবি। তারপর চার বছর অভিনয় জগৎ থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। এবার ফের তাঁকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।

তবে, এখানেই চমক শেষ হয়েনি। এই ছবিতে পরিচালনার পাশাপাশি কেন্দ্রে থাকবেন শিবপ্রসাদ এবং তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

এর আগে দেখা গিয়েছে শিবপ্রসাদ জয়া আহসান, পাওলি দাম, গার্গী রায়চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ছবি করেছেন এবং সেই প্রত্যেকটি ছবি সুপারহিট। তাই সবাই আশা করছেন এই ছবিও মন ছুঁয়ে নেবেন সকল দর্শকদের।

এই ছবির কবে শুট শুরু হবে সেটা আপাতত জানা যায়নি। জানা গিয়েছে এখন শিবপ্রসাদ আপাতত মুম্বই শহরে।

অন্যদিকে শ্রাবন্তীকে এখন শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র শুটে দেখা যাবে।

তাই আশা করা যায় সব মিটিয়ে শুট শুরু হতে আগামী বছর হয়ে যাবে এবং এটাও জানা গিয়েছে পুরো শুট হবে কলকাতা শহরে।

বাংলার মেয়ে রাখী গুলজার। তিনি এখন কয়েক যুগ ধরে মুম্বইয়ের বাসিন্দা। বহু হিন্দি ছবির পাশাপাশি অনেক বাংলা ছবিও করেছেন। যেমন অপর্ণা সেনের ‘পরমা’, ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’,‘অনুসন্ধান’, ‘চামেলি মেমসাহেব’। তাঁর অভিনয় জীবন শুরু হয়েছে দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে।

উইন্ডোজ সংস্থা ‘রক্তবীজ’ এবং ‘আমার বস’ ছবির মাঝখানে আরও একটি ছবি ‘দাবাড়ু’ তৈরি করে ফেলেছেন। জানা গিয়েছে এই ছবির পরিচালক পথিকৃৎ বসু। এখানে দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে ছবিটি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...