৫৫ বছরে পা দিল রাজধানী এক্সপ্রেস! রবিবার হাওড়া স্টেশনে পালন করা হল তার জন্মদিন

এখন সবাই বন্দে ভারত নিয়ে বেশ উন্মাদনায় মেতে রয়েছেন। একবার হলেও সেই ট্রেন চেপে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। নতুন ধরণের ট্রেন। কিন্তু তার মাঝেই রেল দুনিয়ায় ৫৫টা বছর কাটিয়ে ফেলল রাজধানী এক্সপ্রেস।

রবিবার রেলপ্রেমী সংগঠনের সদস্যরা হাওড়া- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ৫৫তম জন্মদিন পালন করলেন।

বছর পাঁচেক আগে অর্থাৎ রাজধানীর ৫০তম জন্মদিনেও রেলের উদ্যোগে গোলাপ, চকোলেট সহ নানা ধরণের উপাচারে যাত্রীদের মনে করিয়ে দেওয়া হয়েছিল রাজধানী এক্সপ্রেসের সেই প্রথম যাত্রার কথা।

তবে, এদিন রেলের পক্ষ থেকে আলাদাভাবে কোনও আয়োজন না-থাকলেও রেলপ্রেমী সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে হাওড়া স্টেশনে ট্রেনের জন্মদিন পালন করলেন।

জানা গিয়েছে দুপুর ২টো ৫ মিনিটে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত ট্রেন ঘিরে চলে সেই উদযাপন। এদিন রেলপ্রেমীরা ফুলের মালা এবং পোস্টারে রাজধানীর ইঞ্জিন সাজিয়ে তুলেছিল। এছাড়া ট্রেনের চালক, সহকারী চালককে নিয়ে কেক কাটার ব্যবস্থাও করা হয়েছিল। এদিন এত আয়োজন দেখে উৎসাহী যাত্রীরাও সামিল হয়েছিলেন এবং এরপর পুরনো ইতিহাসের খোঁজ খবর শুরু করেন তাঁরা।

WhatsApp Image 2024-03-04 at 14.16.40

১ মার্চের ১৯৬৯ সালে প্রথম যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস। এর আগে প্রায় ১০০ বছর ভারতে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৬ কিলোমিটারে। রাজধানীর হাত ধরেই প্রথম ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতিবেগের গণ্ডি পেরোয় ভারতের ট্রেন।    

জানা গিয়েছে ১ মার্চ প্রথমবার ট্রেনটি দিল্লি থেকে ছেড়ে মাত্র ১৭ ঘণ্টার সামান্য বেশি সময়ে ১৪৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওড়া পৌঁছয়। এরপর ৩ মার্চ হাওড়া থেকে ছেড়ে দিল্লি রওনা হয় ট্রেনটি।

সেইসময় ট্রেনটিতে ছিল মাত্র ৯টি কামর। পেরামবুরের একটি ফ্যাক্টরিতে সেই কোচগুলি তৈরি হয়েছিল। এই ৯টি কামরার মধ্যে ৫টি কামরা ছিল এসি-চেয়ার কার, একটি এসি ডাইনিং কার এবং একটি ফার্স্ট ক্লাস কার। তবে, বর্তমানে সময় পালটেছে। আধুনিকিতায় পৌঁছেছে রাজধানী।

যতই নতুন ট্রেন আসুক না কেন, ৫৫ বছর পার করা এই রাজধানী সবসময় সকলের প্রিয় ট্রেনের তালিকাতেই থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...