চলতি বছরের জুলাই থেকে ভারতীয় রেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল এসেছে। এর মধ্যে অন্যতম ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ (রিজার্ভেশন চার্ট) করার সময়সীমা। রেল মন্ত্রক ও রেল বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশ করার সময়সীমা চার ঘণ্টার পরিবর্তে ন্যূনতম আট ঘণ্টা করা হয়েছে। এরফলে টিকিট নিশ্চিত না হলে যাত্রীরা বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন।
হাইলাইটসঃ
১। রেলের নিয়মে বড় বদল
২। রিজার্ভেশন চার্ট ৮ ঘণ্টা আগে প্রকাশ
৩। তৎকাল টিকিট কাটার সময় আধার ও ওটিপি বাধ্যতামূলক
ট্রেনের টিকিট নিশ্চিত নিয়ে যাত্রীদের সমস্যা বহুদিনের। আগে কোনও ট্রেনের নিশ্চিত টিকিটের তালিকা প্রকাশ করা হত সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে। ফলে ওয়েটিং লিস্টে যাত্রীরা ট্রেনের টিকিট নিয়ে সংশয়ে থাকতেন ও যাত্রার জন্য বিকল্প পথ বেছে নেওয়ারও সময় পেতেন না। এই অসুবিধার কথা মাথায় রেখেই পদক্ষেপ গ্রহণ করেছে রেল মন্ত্রক।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে যে দূরপাল্লা ট্রেনগুলি ছাড়বে তার নিশ্চিত আসনের প্রথম তালিকা প্রকাশ করা হবে আগের দিন রাত ৯টায়। আর দুপুর ২টো থেকে রাত ১২টা এবং রাত ১২টা থেকে পরের দিন সকাল ৫টার মধ্যে ছাড়া দূরপাল্লা ট্রেনের নিশ্চিত আসনের প্রথম তালিকা প্রকাশ করা হবে সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার কমপক্ষে আট ঘণ্টা আগে।
তৎকাল টিকিট নিয়মেও এসেছে বদল। কালোবাজারি রুখতে তৎকাল টিকিট কাটার সময় শুরু হওয়ার প্রথম আধ ঘণ্টা টিকিট কাটার সুযোগ পাবেন না এজেন্টরা। এসি কামরা বা নন-এসি, সব ক্ষেত্রেই একই নিষেধাজ্ঞা থাকছে। এছাড়া তৎকাল টিকিট কাটার সময় বাধ্যতামূলক আধার কার্ড ও ওটিপি ভেরিফিকেশন।
রেলের এই নতুন নিয়মগুলি যাত্রীসুবিধাকে আরও উন্নত করতে সহায়ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।