Railway Rules: দূরপাল্লার ট্রেন জার্নিতে ব্যাগের ওজনের সীমা নির্দিষ্ট করে দিল রেল

ঘুরতে যাওয়ার হুজুক উঠলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াটাই হয় মুখ্য। জামাকাপড় সহ নানা প্রয়োজনীয় জিনিস চটপট ভরে ফেলা হয় ব্যাগে। বিমান যাত্রায় ব্যাগের ওজন নিয়ে ভাবনা থাকলেও, ট্রেনযাত্রায় এই নিয়ে মাথা ঘামান না কেউ। কিন্তু রেলের নতুন নিয়ম এই ধারনা বদলে দিয়েছে।

 

এবার থেকে দূরপাল্লার ট্রেন জার্নিতে মাথাপিছু ব্যাগের ওজনের সীমাও নির্দিষ্ট করে দিল ভারতীয় রেল। ব্যাগের ওজন যদি নির্ধারিত ওজনের তুলনায় বেশি হয়, তবে তার জন্য ফাইনও দিতে হতে পারে আপনাকে। তবে এই হিসেব ট্রেনের কামরা বিশেষে বদলে যাবে।

 

হাইলাইটসঃ
১। দূরপাল্লার ট্রেন জার্নিতে ব্যাগের ওজনের সীমা নির্দিষ্ট করে দিল রেল
২। ওজন বেশি হলে ফাইনও দিতে হতে পারে
৩। কোন কামরায় কত ওজনের ব্যাগ নেওয়া যাবে?

 

এমনকি নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাগ খুলিয়ে সেটি পরীক্ষাও করতে পারে পুলিশ। সেক্ষেত্রে বাড়তি ঝামেলা এড়াতে অতিরিক্ত বড় মাপের ব্যাগ এড়িয়ে চলাই ভাল।

ট্রেনের মালপত্র নিয়ে যাওয়ার ওজন সীমাঃ

জেনারেল (সেকেন্ড সিটিং) – ৩৫ কেজি
স্লিপার ক্লাস – ৪০ কেজি
এসি থ্রি টায়ার – ৪০ কেজি
এসি টু টায়ার– ৫০ কেজি
ফার্স্ট ক্লাস এসি – ৭০ কেজি

এটা শেয়ার করতে পারো

...

Loading...