রেলযাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব সীমান্তে একাধিক স্পেশাল ট্রেন বাড়াল রেল কর্তৃপক্ষ, জানুন বিশদে

রেলযাত্রীদের সবরকম অসুবিধা দেখে স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ালেন রেল কর্তৃপক্ষ। শুধু তাই-ই নয়, উত্তর-পূর্ব সীমান্তে যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে।

যাত্রীদের অতিরিক্ত ভীড় সামলাতে জানা গিয়েছে যে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন, অর্থাৎ, ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) এবং ট্রেন নং. ০৭০৩০/০৭০২৯ (সেকেন্দ্রাবাদ-আগরতলা-সেকেন্দ্রাবাদ)-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে, এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচী এবং স্টপেজ সহ চলবে৷

প্রথমেই বলা যাক যে ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ-ডিব্রুগড়) স্পেশ্যাল-এর পরিষেবা প্রত্যেক সোমবারে চলাচলের জন্য ১ এপ্রিল থেকে ১৩ মে, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ফেরত যাওরার সময়, ট্রেন নং. ০৭০৪৭ (ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যাল-এর পরিষেবা প্রত্যেক বৃহস্পতিবারে চলাচলের জন্য ৪ এপ্রিল থেকে ১৬ মে, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঠিক একইভাবেই, ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশ্যাল-এর পরিষেবা চলাচলের জন্য, ১ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার বাড়ানো হয়েছে। এছাড়া ফেরার সময়, ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশ্যাল-এর পরিষেবা চলাচলের জন্য ৫ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত, প্রত্যেক শুক্রবার বাড়ানো হয়েছে। এছাড়া জানা গিয়েছে যে উভয় ট্রেনের জন্য জলপাইগুড়ি রোড স্টেশনে অতিরিক্ত স্টপেজের পরিষেবা বাড়ানো হয়েছে।  

বর্তমানে উৎসবের ভিড় সামাল দিতে, রেল কর্তৃপক্ষ একমুখী স্পেশ্যাল ট্রেননের ব্যবস্থা করেছে। ২৮ মার্চ, ২০২৪ তারিখে ট্রেন নং. ০৫০১৩ (গোরখপুর-ডিমাপুর)গোরখপুর থেকে ১৯:৫০ ঘন্টায় রওনা দেবে এবং নিজের গন্তব্যস্থান অর্থাৎ ডিমাপুরে পৌঁছবে শনিবার ০৩:৪৫ ঘন্টায়।

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন যে এই ট্রেনগুলির পরিষেবা সম্প্রসারণের ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকার পাবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির সমস্ত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও যুক্ত করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করে জানিয়েছেন যে যাত্রা শুরু করার আগে বিশদ তথ্যগুলি যেন একবার দেখে নেওয়া হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...