ফের কোচের পদে থাকার জন্য বিসিসিআই প্রস্তাব দিলেন রাহুল দ্রাবিড়কে!

২০২৩ সালের আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে ভারত যখন অজি দলের কাছে হেরে যান তখন এই দুঃখের সাথেই যুক্ত হয় আরও এক দুঃখিত খবর। ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল যে আর ভারতীয় দলের হেড কোচের পদে থাকবেন না রাহুল দ্রাবিড়।

সুত্র থেকে জানা যাচ্ছে যে দ্রাবিড়ের দু’বছরের চুক্তি এবার শেষ হয়েছে। তাই সেই পদে আসবেন নতুন কোচ। এমনকি দ্রাবিড় নিজেও জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই কোচের পদে আর থাকতে চান না।

110-Rahul-Dravid-and-Rahul

কিন্তু ফের একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। জানা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর তরফ থেকে রাহুল দ্রাবিড়কে ফের নতুন করে কোচের পদে চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে শোনা যাচ্ছে যে অজি দলের কাছে বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা এবং দলে থেকে যেই ভালো ফল দেখা গিয়েছে প্রত্যেক খেলোয়াড়দের মধ্যে এবং টিমের উন্নতি দেখে বোর্ড সদস্যরা বেশ সন্তুষ্ট হয়েছে। তাই তাঁরা দ্রাবিড়কে টি- টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে রাখতে চাইছে।   

জানা গিয়েছে যে গত সপ্তাহে এই প্রসঙ্গেই রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে একটা বৈঠক হয়। এরপরই দ্রাবিড়কে কোচের পদে ফের নিযুক্ত করার কথা ভাবা হয় এবং দ্য ওয়ালকে প্রস্তাব দেওয়া হয়। 

যদি দ্রাবিড় বোর্ডের এই প্রস্তাবে রাজি হয়ে যান তাহলে তিনি দ্বিতীয়বার কোচ হবেন ইন্ডিয়ার টিমের।  তাঁর প্রথম সফরই হবে ভারত দলের সাথে দক্ষিণ আফ্রিকার সফর। চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফর। জানা গিয়েছে সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে ৩ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ ম্যাচ।

দেখা গিয়েছে যে যদিও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল এই বছর আইসিসি ট্রফি না জিতলেও দ্বিপাক্ষিক সিরিজগুলো দেখলে বোঝা যাবে যে গত দু’বছর বেশ ভালো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। তাঁর কোচিং-এ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ক্রিকেটের টিম ফরমেটে বিশ্বের এক নম্বর দল হিসেবে কৃতিত্ব অর্জন করেছে।

দেখা গিয়েছে যে ২০২৩ সালের বিশ্বকাপে গ্রুপ লিগ ও সেমিফাইনাল মিলিয়ে মোট ১০ টি ম্যাচে টানা অপরাজিত রছিলেন। কিন্তু ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ ট্রফি আনতে পারল না।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়। এর  পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তৎকালীন সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  

এরমধ্যেই আরও এক খবর শোনা যাচ্ছিল যে আসন্ন আইপিএল ম্যাচে লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে দায়িত্বে আসতে পারেন রাহুল দ্রাবিড়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...