দুর্ঘটনা রুখতে গরুর শিংয়ে হেডলাইট

পথ দুর্ঘটনা এড়াতে ও নানা দিক থেকে মানুষকে সচেতন করতে রাজ্য দেশের তরফে নেওয়া হয়েছে নানা কর্মসূচি| পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে নানা কর্মসূচি| কিন্তু এবার পথ দুর্ঘটনা এড়ানোর জন্য যে প্রকল্প গ্রহণ করা হলো তা কিন্তু বেশ অভিনব| মধ্যপ্রদেশের ঘটনা,  রাতে রাস্তায় গাড়ি চালিয়ে আসার পথে চালক বহু ক্ষেত্রেই দেখতে পান না,  ফলে রাতের অন্ধকারে আকছার গরুর সাথে দুর্ঘটনা ঘটেই থাকে,  তাই মধ্যপ্রদেশে এবার রাতের বেলা এই দুর্ঘটনা রুখতে গরুর শিংয়ে রেডিয়াম স্টিকার লাগানোর বিশেষ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ|

যার ফলে আরোহী দূর থেকেই দেখতে পাবেন আর প্রাণ বাঁচবে অবলা প্রাণীটিরও| সূত্রের খবর থেকে জানা গেছে যে আপাতত ৩০০ টি গরুর শিংয়ে এই স্টিকার লাগানোর কাজ শুরু হয়েছে এই মুহুর্তে| গত কয়েক বছরে গাড়ি দুর্ঘটনায় বহু গরুর মৃত্যু হয়েছে| সেই দুর্ঘটনা রুখতেই এমন উদ্যোগ| স্টিকারে গাড়ির হেডলাইট পড়লে শিংয়ে জ্বলে ওঠা আলো চালক দেখতে পেয়ে সতর্ক হয়ে যাবেন| যদিও পুলিশের তরফে স্থায়ী রেডিয়াম রিক্লেফটিভ রং করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...