এবার ৫০তম ছবিতে পা দিলেন প্রসেনজিৎ- ঋতুপর্ণা জুটি, পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়

টলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময়ে চুটিয়ে অভিনয় করেছেন এই জুটি। ৯০ দশেকের মানুষের কাছে সেইসব ছবি আজও সুপার ডুপার হিট। মন কেড়েছে বহু দর্শকদের।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি আজও অমর। পরপর না হলেও এখনও বহু ছবিতে দেখা যাউ এই জুটিকে। ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। এবার তাঁদের একসঙ্গে পঞ্চাশতম ছবি।

গত বুধবার সুরিন্দর ফিল্মসের আগামী ছবি ‘অযোগ্য’র পোস্টার ও লোগো প্রকাশ্যে এল। পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পোস্টারে দেখা যাচ্ছে ‘অযোগ্য’ শব্দের ‘অ’ অক্ষরটির উপরে আঙুলের ছাপ। মনে হচ্ছে অক্ষরটি মুছে দেওয়ার প্রবল চেষ্টা করছে কেউ। এবার কি তাহলে অযোগ্য থেকে যোগ্য হয়ে ওঠার গল্প বলবেন পরিচালক কৌশিক? সেটা জানতে হলে ছবি মুক্তির অপেক্ষায় থাকতে হবে।

1669318773_new-project-2022-11-25t010514-307

জানা গিয়েছে যে এই ছবি বাংলা বিনোদন দুনিয়ায় বিশেষ জায়গা জুড়ে থাকতে চলেছে। কারণ, ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০তম ছবি।

পরিচালক এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন যে, ‘‘যতদূর জানি, উত্তমকুমার-সুচিত্রা সেনও একসঙ্গে ৫০টি ছবি করেননি। বুম্বাদা-ঋতু কিন্তু সেই কাজ করে দেখাল।’’

অন্যদিকে, অভিনেতা প্রসেনজিৎ জানিয়েছেন যে “প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবির জন্য চওড়া কাঁধের প্রয়োজন ছিল। সেটা একমাত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রয়েছে।“ পরিচালকের সাথে এখনও পর্যন্ত সাতটি কাজ করেছেন অভিনেতা।

এদিন লোগো উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন গোটা টিম সহ ইন্ডাস্ট্রির বহু তারকা। এসভিএভ কর্ণধার এদিন জানালেন যে, ‘‘দেখতে দেখতে ১৫০টিরও বেশি ছবি করে ফেললাম। কিন্তু একটা সময় ভেবেছিলাম, আর ছবি করব না। সেই সময় বুম্বাদা-ঋতু ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ করলেন। ওঁদের ব্লকবাস্টার ছবি আমায় বিনোদন দুনিয়ায় পাকা জায়গা করে দিল। ওঁরাই পারেন এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে সসম্মানে টিকে থাকতে। জুটি বেঁধে দর্শকদের ৫০টি ছবি উপহার দিতে।’’ 

কৌশিক গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন যে ‘দৃষ্টিকোণ’ ছবি থেকেই ভেবেছিলেন জুটির ৫০ তম ছবি বিশেষ করে হবে। প্রযোজক নিসপাল সিং হ্যাঁ বলতেই ‘অযোগ্য’র তৈরি করতে শুরু করে দেন। তিনি বলেছেন যে এই ছবি ভালবাসার গল্প শোনাবে। এই বিষয়ে সমস্ত কিছুই বলতে নারাজ। সঠিক সময় সবকিছু জানা যাবে।

এছাড়া জানা গিয়েছে যে এই ভহবির শুটিং হয়েছে পুরীতে।

‘‘তখন থেকেই মাথায় ছিল, জুটির ৫০তম ছবি বিশেষ ছবি হবে। যেমন ভাবনা তেমন কাজ। রানে সবুজ সংকেত দিতেই জন্য কোমর বাঁধি। এই ছবিও ইতিবাচক না নেতিবাচক? পরকীয়া না বিচ্ছিন্ন-ভগ্ন প্রেম? এক্ষুণি সেটা নিয়ে বিশ্লেষণে বসবেন না। সঠিক সময়ে ছবির গল্প, চরিত্র, অভিনেতা এবং মুক্তির তারিখ আমরা জানাব।’’ এও জানান, ১৪ বছর ব্যবধানের পরে এই প্রজন্মের দর্শকদের কাছে নিজেদের প্রমাণ করা সহজ নয়। বিশেষ করে প্রত্যাবর্তনের পরেই পরপর দুটো হিট ছবি তাঁরা করেছেন, ‘প্রাক্তন’, ‘দৃষ্টিকোণ’। সেটাই করেছে এই জুটি। ছবির শুটিং হয়েছে পুরীতে।

অভিনেত্রী ঋতুপর্ণা জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন হয়। মানসিকতার, পরিণতমনস্কতার। তবে তাঁরা যখনই কোনও স্ক্রিপ্ট শোনেন, স্ক্রিপ্টের মধ্যে থাকেন। তার থেকেই স্ক্রিনে সেই এনার্জিটা তৈরি হয়।

ছবির গল্প নিয়ে কেউ কিছু বলতে নারাজ। তাই সময়ের অপেক্ষায় থাকতে হবে সমস্ত দর্শকদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...