মফস্বলের মিষ্টি প্রেমের গল্প এবার ওয়েব সিরিজের পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৌরভ পালোধীর। সিরিজের নাম 'খোলাম কুচি'। বেশ কিছুদিন আগেই এই সিরিজের 'পাগল নাকি' গানটি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যেখানে সিরিজের দুই মুখ্য চরিত্রকে দেখা গিয়েছে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ও অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। গল্পের দুই চরিত্র বিয়ের আগে এক সঙ্গে থাকতে চান। কারণ তারা জানতে চান একে অপরের জন্য কতটা যোগ্য। যেহেতু মফস্বলে থাকেন তাই এক সঙ্গে থাকতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয় তাদের। গল্পের শেষে কী হবে তা জানতে দেখতে হবে সিরিজটি। সম্প্রতি 'উরিবাবা'র তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, দেবদীপ মুখোপাধ্যায়, তরিশা মুখোপাধ্যায়। সিরিজের গান নিয়েই এই আড্ডা বসেছিল। তাই দেবদীপ মুখোপাধ্যায়, তরিশা মুখোপাধ্যায়ের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে অনিন্দ্য সেনগুপ্ত ও অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে।
সিরিজে অনিন্দ্য ও শ্রেয়া ছাড়াও অভিনয় করেছেন অর্পিতা ঘোষ, সেঁজুতি রায় মুখোপাধ্যায়, সুলগ্না নাথ, সুচরিতা মান্না, শুভঙ্কর ঘটক। গল্প লিখেছেন সৌমিত দেব, সৌরভ পালোধীর। সঙ্গীত পরিচালনা করেছেন দেবদীপ মুখোপাধ্যায়, তরিশা মুখোপাধ্যায়। 'পাগল নাকি' গানটাও গেয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট কনটেন্ট প্রযোজনা সংস্থা 'উরিবাবা' এই ওয়েব সিরিজের প্রযোজনা করেছে। তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে এই সিরিজ।