প্রেমের মরসুমে মুক্তি পেল ‘পাশবালিশ’র গান

ফেব্রুয়ারি ভালবাসার মাস। গোটা মাস জুড়ে প্রেমের মরসুম। প্রেমের মরসুমে এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ড্রপসপ্লে (DropsPlay) নিবেদিত ‘পাশ বালিশ’-এর গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অডিয়ো প্ল্যাটফর্মে। 

‘পাশবালিশ’ রোমান্টিক মিউজিক ভিডিয়োটিতে মুখ্য ভূমিকায় আছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য আর কৌস্তভ বাগ। এই সময়ের দুই তরুণ-তরুণীর কাহিনি। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন মহারাজ চট্টোপাধ্যায়। একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখানো হয়েছে।গানটিতে ফুটে উঠছে ছোটবেলার খুনসুটি। প্রেমে পড়লে ছোট ছোট মুহূর্তগুলোও দামী হয়ে ওঠে। তখন মনকেমনেও যেন মিঠে ঘোর লেগে থাকে। না দেখতে পাওয়ার ব্যথাটাও মধুর। প্রেমের এই সব মুহূর্তই ফুটে উঠেছে দুই বন্ধুর ভাললাগা এবং ভালবাসার গল্পে। কখনও পুরনো হয় না এই গল্প। ফেব্রুয়ারি ফুরলোও প্রেমের গল্পগুলো থেকে যায় চির নতুন। প্রেম তো তেমনি, প্রতিদিন নতুন নতুন রঙে সে ধরা দেয়। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌভিক দাস এবং শুভশ্রী দাস।

মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, অতীতে শর্ট ফিল্ম করলেও    মিউজিক ভিডিয়ো হিসেবে ‘পাশবালিশ’ তাঁর প্রথম কাজ। কাজ কেমন হবে সে নিয়ে টেনশন থাকলেও আশা দর্শকদের ভাল লাগবে গান।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...