'সিতারা'র মুখোমুখি জিয়ো বাংলা

ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে বার বারই মন জিতেছেন দর্শকদের। তবে এবার তাঁকে দেখা যাবে একেবারে নতুন চরিত্রে। 'সিতারা' ছবির সিতারাই হলেন তিনি। কার কথা বলছি বুঝতেই পারছেন। তিনি রাইমা সেন। সাহিত্যিক আবুল বাশারের লেখা 'ভোরের প্রসূতি' উপন্যাস অবলম্বনে তৈরী ছবি 'সিতারা'পরিচালক আশিস রায়ের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়াও থাকছে সুব্রত দত্ত, মহঃ নাসার, মেঘনা নাইডু, জাহিদ হাসান-এর মত তারকারা। ভারত-বাংলাদেশ সীমান্তে হয়েছে ছবির শুটিং। সম্প্রতি কলকাতার একটি নামি রেস্তোঁরায় হয়ে গেলো ছবির প্রেস মিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। সেই অনুষ্ঠানে দেখানো হল ছবির ট্রেলার সহ ছবির গান। দেহ ব্যবসার মত সমাজের অন্ধকার জগতের ব্যবসায় নেমে একটি মেয়ের জীবনযন্ত্রণাকে চিত্রপট করা হয়েছে ছবিটিতে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী মুক্তি পাবে এই ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...